আমি মনে করি লন্ডন হচ্ছে এই চলচ্চিত্রটি প্রদর্শনের উপযুক্ত স্থান। উৎসবে আমিও অংশ নিব। এদিকে চলচ্চিত্র নির্মাতা ও উৎসব পরিচালক মুনসুর আলী বলেন, আমরা লন্ডনে দীর্ঘ দিন ধরে মায়ানমারের রাষ্ট্রপ্রধান আন সান সুচি’র বিরুদ্ধে জনমত গড়ে তুলেছিলাম। ‘ব্লোসমস্ ফ্রম অ্যাশ’ চলচ্চিত্রটি তারই ধারাবাহিক প্রতিবাদ। তাই এ চলচ্চিত্রটি জুরি বোর্ড কর্তৃক সানন্দে নির্বাচিত হয়েছে। ‘লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভাল’-এ চলচ্চিত্রটির মার্কিন প্রযোজক এলেক্স ব্লামের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।
আর এই প্রদর্শনীর মাধ্যমে ‘ব্লোসমস্ ফ্রম অ্যাশ’-এর লন্ডন প্রিমিয়ার হবে। এটি নোমান রবিনের পরিচালনায় প্রথম পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী, তাদের এদেশে পালিয়ে আসার কারণ এবং তাদের নিয়ে রাজনৈতিক আলোচনার বিভিন্ন বিষয় এই তথ্যচিত্রে উঠে এসেছে।
https://www.youtube.com/watch?v=AoO_iZhlnGs&fbclid=IwAR185UMR3Z0KySp9S-NkRJVBeNvJlFPOiqbkFlZ5Bm5e5W8_I5o-KtkNNrA