Cover Story Health and Lifestyle Kids Health শিশুর বৃদ্ধি-বিকাশ আর খাদ্য-পুষ্টি By abc on Apr 14, 2019Aug 09, 2021 শিশুর শিশুর বৃদ্ধিশিশুর বৃদ্ধি-বিকাশ আর খাদ্য-পুষ্টি শিশুর বেড়ে ওঠা বা শিশুর শক্তি স্ফূর্তি প্রাণচাঞ্চল্য এসবের জন্যই দরকার বয়সে অনুপাতে উপযুক্ত পুষ্টি। পুষ্টি আসে নানা ধরনের খাবারদাবার থেকে। শিশুর সাভাবিক খাওয়ারদাওয়ার ব্যাপারটা এত গোলমেলে যে শিশুর জন্য এই পুষ্টিটুকু জোগান দিতে খাবার খাওয়ার পাশাপাশি ওদের চাই আরও অতিরিক্ত খাদ্য। শিশুর জন্য নানা ধরনের হেলথ ফুড বানান যাঁরা, তাদের দাবি এরকম। এঁরা দাবি করেন, শরীরের রোজকার প্রয়োজনীয় ক্যালোরির চাহিদা মেটাতে, প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেটের পাশাপাশি অত্যাবশ্যক নানা ভিটামিন আর আয়রন ক্যালসিয়াম কপার জিংকের মতো খনিজ লবণ শরীরে জোগাতে এরকম হেলথ ড্রিংক শিশুকে সাহায্য করে অনেকটাই। এগুলো নিয়মিত খেলে শিশু অপুষ্টির শিকার হয না। বাড়ে তরতর করে, শরীরমনের বিকাশ হয় দ্রুততর।বৃদ্ধি বলতে শিশুর বহিরঙ্গ বেড়ে ওঠা। আকারে, আয়তনে শারীরিকভাবে বেড়ে উঠতে থাকা। আর বিকাশ বলতে কাজকর্মের ক্ষমতা বা দক্ষতা বাড়তে থাকা। শিশুর পুষ্টি আর বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় খাবারদাবারের নিয়ম।১। মায়ের দুধ শুধু মানবশিশু নয়, যে কোনও স্তন্যপায়ী প্রাণীর সদ্যোজাত সন্তানের জন্য একমাত্র আদর্ম আহার।২। কৌটোর দুধ খাওয়ানো শিশুদের মধ্যে শুধু অপুষ্টি নয়, নানা রোগে, সংক্রমণে আক্রান্ত হবার ঘটনা ঘটে মায়ের দুধ খাওয়া শিশুদের তুলনায় অনেক বেশি। ৩। গলা ভাত, ডাল, সেদ্ধ সবজি, নরম ফল-দুধের সঙ্গে সঙ্গে এরকম স্বাভাবিক প্রাকৃতিক খাবারদাবারে রপ্ত করা না গেলে শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার হার বিলম্বিত হবে।৪। চার মাসের পর থেকে দুধের পাশাপাশি শিশুকে খাওয়ান নানা ধরনের সেরিয়াল ফুড যা বাজারে পাওয়া যায়।৫।এরকম খাবার খাওয়ালে শিশু বাড়বে ভালো, শিশুকে দেখতে হবে বিজ্ঞাপনের সেই নাদুসনুদুস শিশুটির মতো। আর না খাওয়ালে শিশু নানা অপষ্টিতে ভুগবে, বাড়বে না স্বাভাবিকভাবে।https://www.youtube.com/watch?v=r0t64gzuqtg Post Views: 2,247 Related posts: শিশুদের মানসিক সমস্যা বাড়াচ্ছে সোশ্যাল মিডিয়া খাবার থেকে শিশুর অ্যালার্জি শিশুর ডায়রিয়া হলে অবশ্যই পালনীয় সেন্ট্রাল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. এ এফ এম সেলিমের পরামর্শ : শিশুর শারীরিক বৃদ্ধিতে গ্রোথচার্ট ঢাকা শিশু হাসপাতালের শিশু কিডিনি রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ হানিফের পরামর্শ : শিশুকে অর্ধসিদ্ধ ফাস্ট ফুড নয় শিশুদেরও ডায়াবেটিস হবে যে খাবারে! মধু ও দুধ এক সাথে মিশিয়ে খাচ্ছেন? ফলাফল জেনে নিন। স্মার্টফোন বাচ্চাদের যে ক্ষতি করে মাতৃগর্ভে থাকাকালীন শিশু কেন লাথি মারে জানেন? গরমে শিশুদের আরামের পোশাক সদ্যোজাত শিশুর অ্যালার্জি কারণ ও প্রতিকার শিশুর ভিন্ন ভিন্ন খাবারে অ্যালার্জি হতে পারে করণীয়… বারডেম হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. আবিদ হোসেন মোল্লা বললেন, রহস্যময় শিশুরোগ ‘কাওয়াসাকি’ রোগা শিশুর খাওয়াদাওয়া কেমন হবে জেনে নিন শিশুর কৃমি হলে করনীয় পিজি হাসপাতালের মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহার পরামর্শ : কোন জ্বরে কী দাওয়াই এ্যাপোলো হাসপাতালের পুষ্টিবিদ তামান্না চৌধুরীর পরামর্শ : জ্বর হলে খাবারদাবার শিশু কিছুই খায় না ? তাহলে করণীয় শিশু খাচ্ছে কিন্তু বাড়ছে না বারডেম হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. আবিদ হোসেন মোল্লার পরামর্শ : শিশুর নিউমোনিয়া না ব্রংকিওলাইটিস শিশুশিশুর বৃদ্ধিস্বাস্থ্য