দুই মহাতারকার পরস্পরবিরোধী মন্তব্য দেখেই সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে গিয়েছিল। তাহলে কি এবার ‘সচিন বনাম সৌরভ’ দ্বৈরথ! বিষয়টি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যাওয়ায় ফের মুখ খুলতে বাধ্য হলেন সৌরভ। তিনি টুইটে নিজের অবস্থান স্পষ্ট করে বলে দেন, ‘‘মিডিয়ায় একাধিক ব্যক্তি আমার বিবৃতি সচিনের বিরুদ্ধে ব্যবহার করছেন। আমি বলেছিলাম, ‘আমি বিশ্বকাপ চাই।’ আমার বিবৃতি আসলে সচিনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ছিল না। আমার পূর্ণাঙ্গ বক্তব্যও সচিন-বিরোধী নয়। গত ২৫ বছর ধরে সচিন আমার অন্যতম কাছের বন্ধু।’’
সচিন তেন্ডুলকর পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলার বিষয়ে জানিয়েছিলেন, ‘‘ভারত সব সময়ই পাকিস্তানকে বিশ্বকাপে হারিয়েছে। আবার ওদের হারানোর সুযোগ এসেছে। আমি ব্যক্তিগত ভাবে মোটেই চাইছি না ওদের ২ পয়েন্ট দিতে এবং প্রতিযোগিতায় ওদের সাহায্য করতে।’’ তবে তার পরে তিনি জানিয়ে দেন, দেশ যা সিদ্ধান্ত নেবে সেটাকে তিনি হৃদয়ের সর্বান্তকরণে সমর্থন করবেন। একই কথা বলেছেন সৌরভও। তিনিও জানিয়ে দিয়েছেন, সরকারই শেষ সিদ্ধান্ত নেবে পাকিস্তানের সঙ্গে খেলার ব্যাপারে।