একটি পকেটমার চক্র প্রতিদিন অভিনব কায়দায় যাত্রীদের কাছ থেকে মোবাইল সহ টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। তারা ৩-৪ জনের একটি দল টার্গেট করা বাসে যাত্রী হিসেবে উঠে তারপর নির্দিষ্ট যাত্রীর পাশে দাঁড়িয়ে থাকে এবং সুযোগ বুঝে গায়ে বমি করে দেয়। স্বাভাবিকভাবেই ওই যাত্রী বিব্রতকর অবস্থায় পড়ে যায়। যে বমি করে সে সাথে সাথেই বাস থেকে নেমে যায়। এসময় অন্য একজন টিস্যু দেয়, ওই যাত্রী যখন দাঁড়িয়ে বমি মোছায় ব্যাস্ত তখনই অন্য দু এক জন ধাক্কাধাক্কি ও চাপ দিয়ে মোবাইল মানিব্যাগ নিয়ে নেমে যায়। এই ঘটনা এত দ্রুত ঘটে যে কেউ কিছু বুঝে উঠার আগেই তারা সটকে পড়ে। অনেকক্ষন পরে ওই যাত্রীর খবর হয় যে পকেট খালি হয়ে গেছে।
সতর্কতামূলক সাবধানতা:-
এমন পরিস্থিতিতে যদি কখনো পড়েন তবে আপনার করনীয়।
১. যেটাকে বমি মনে হয় সেটা আসলে বমি নয় এটা আগে থেকে মুখে পুরে নেওয়া দই জাতীয় কিছু।
২. বাসে উঠেই মোবাইল পকেট থেকে বের করবেন না, কারন তারা আপনার উপর নজর রাখে আপনার মোবাইল দামী কিনা।
৩. যদিও কেউ বমি করে দেয়, বিব্রত না হয়ে বুঝার চেষ্টা করুন কে করেছে। যদি বুঝতে পারেন তৎক্ষনাৎ ধরে তাকে ধোলাই দিন, হোক সে বয়স্ক কিংবা যুবক। এতে ওই চক্রের ২-১ জন এসে বলতেই পারে উনি অসুস্থ বা বয়স্ক। পারলে তাদেরও ধোলাই দিন।
৪. যদি বুঝতে না পারেন কে বমি করেছে তাহলে চুপচাপ সিটে বসে থাকুন। উঠে দাঁড়াবেন না। উঠে দাঁড়ালেই আপনার বিপদ।
৫. কেউ একজন এসে আপনাকে টিস্যু দিবে বমি মোছার জন্য, তার থেকে টিস্যু নিবেন না পারলে শাসিয়ে দিন।
৬. কেউ মুছে দিতে চাইলেও বারন করুন, কারন সে মুছে দেয়ার ছলে আপনার পকেট হাতিয়ে নিবে।
৭. আপনার নির্দিষ্ট গন্তব্য এলে তবেই গাড়ি থেকে নামুন।