সরকারি কলেজের ৬৩৪ জনকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি

সরকারি কলেজের প্রভাষক ও সমপর্যায়ের ৬৩৪ জনকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। অাজ (২১ অক্টোবর ২০১৮) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এক বিজ্ঞপ্তি জারির মাধ্যমে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এসব কর্মকর্তাকে পদোন্নতি দিলো।

এর আগে, এ মাসের ২৫ অক্টোবর ৫৭৪ জনকে সহযোগী অধ্যাপক এবং গত ১০ সেপ্টেম্বর ২০১৮ তারিখে ৪০৯ জনকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়। এ নিয়ে এ বছর তিন ধাপে শিক্ষা ক্যাডারের ১,৬১৭ জন পদোন্নতি পেলো।

আজকের পদন্নতি সংক্রান্ত আদেশে বলা হয়, সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে আগের পদেই দায়িত্ব পালন করতে হবে।

পদন্নতি পাওয়া বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের তালিকা (৩৬ পৃষ্ঠা, pdf) পাওয়া যাবে এই লিংকে-
https://educationbarta.com/files/Ass-professor-Edu=Promotion-634-31-10-18.pdf