Cover Story Entertainment ‘আমাকে নয় আমার স্যুটকেস দেখে মা চিনেছিলেন’ : সারা আলি By abc on Dec 14, 2018 সারা আলিরুপালী পর্দায় পা রাখার আগে নায়িকা হবার মতো শারীরিক গড়ন ছিলনা সারা আলি খানের। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আক্রান্ত ছিলেন তিনি। যে কারণে তার ওজন হয়েছিল ৯৬ কেজি। অথচ তিনি এখন বলিউড কাঁপাচ্ছেন।নিজের প্রথম ছবিতে অভিনয় দক্ষতা দিয়ে মন জয় করেছেন অসংখ্য দর্শকের। প্রশংসায় পঞ্চমুখ চিত্রসমালোচকরাও।গত ৭ ডিসেম্বর মুক্তি পায় সারার কেদারনাথ ছবি। বক্স অফিসে সারা ফেলেছে ছবিটি।কিভাবে নিজের এমন পরিবর্তন এ বিষয়ে স্পটবয় ডটকমকে এক সাক্ষাৎকার দেন সারা আলি খান। সে সময় তিনি নিজের পরিবর্তনের নানান বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ‘নিয়মমাফিক জীবনযাপন আর বেশ কিছুটা ওয়ার্কআউট। এই সবকিছুর জন্যই আমি তাড়াতাড়ি রোগা হতে পেরেছি।’ নিজের আমুল পরিবর্তন কতটা হয়েছে সে সম্পর্কে সারা জানান, বিমানবন্দরে মা অমৃতা তাকে দেখে চিনতেই পারেন নি যে এটা তার কন্যা।সারা বলেন, আমাকে নয় আমার স্যুটকেস দেখে মা আমাকে চিনতে পেরেছিলেন সেদিন।প্রসঙ্গত, কেদারনাথের পর মুক্তির অপেক্ষায় সারা অভিনীত দ্বিতীয় সিনেমা ‘সিম্বা’। সে ছবি দেখতে মুখিয়ে আছেন সিনেপ্রেমীরা। ‘সিম্বা’ ছবিতে সদ্য বিবাহিত রণবীর সিংয়ের বিপরীতে দেখা যাবে সারাকে। Post Views: 2,226 Related posts: বিশ্বকাপের মাঠে নেই, আছে গানে ‘সঞ্জু’তে অভিনয় করতে চাননি রনবীর কাপুর! কিন্তু কেন? বেছে বেছে ১৫টি কাজ করেছি: মেহ্জাবীন ১৩ বছর আগে একে অন্যকে মেরে ফেলতে চেয়েছিলেন সাইফ-প্রীতি ! এক যে ছিল রাজা – ট্রেলার মুক্তিতে রাজকীয় ভাব! মিস ওয়ার্ল্ড বাংলাদেশ : বিনা ঘোষণায় প্রতিযোগিতা শুরু প্রাণ ফ্রুটোর বিজ্ঞাপনে সোনাক্ষি সিনহা মাঠে থাকবেন জয়া আহসান নেট দুনিয়ায় ভাইরাল দিশা পাটানির এই নাচ (ভিডিওসহ) ফারিয়ার পুরস্কার প্রাপ্তিতে গর্বিত জয়া আহসান সানি লিওনকে নিয়ে ওয়েব সিরিজ সানি লিওন নয়, মৌনিকে পছন্দ সালমানের! আবারও উষ্ণতা ছড়ালেন সারা খান ! কে বরুণের প্রেমিকাকে হত্যা করতে চাইছেন? অভিনয়কে কাজ হিসেবে দেখি না, ওটাই আমার জীবন: মুমতাজ জয়া আহসান স্বাস্থ্য সচেতন প্রচুর ফ্লার্ট করেন জাহ্নবী নগ্ন ছবি প্রকাশ করে বিতর্কে সোফিয়া বিয়ে করছেন মিয়া খলিফা , পাত্র কে জানেন? কখনো রমনায় যাওয়া হয়নি: বুবলী