গতকালের এই আগুনে উদ্ধার অভিযানে প্রশিক্ষিত বাহিনীর সঙ্গে যোগ দিয়েছিল একেবারে সাধারণ মানুষ। তারা যেভাবে পেরেছে সহায়তা করেছে। যেমন এই মেয়েটি। তার পরিচয় জানা এখনও সম্ভব হয়নি। তিনি এসেছিলেন ব্যাগভর্তি পানি আর বিস্কুট নিয়ে! উদ্ধারকারীরা যখন মানুষের প্রাণ বাঁচাতে ব্যস্ত; তখন তাদের প্রাণ রক্ষায় পানি আর বিস্কুট বিতরণ করেন এই তরুণী! জীবন-মৃত্যুর খেলার মাঝেও উদ্ধারকারীদের মন ছুঁয়ে যায় এই ঘটনা।
উদ্ধারকারীদের একজন আরেফিন মাহমুদুল হাসান সোশ্যাল সাইটে ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘আমরা বনানীতে যখন দমকল বাহিনীকে বিভিন্নভাবে সহযোগীতা করছিলাম, অ্যাম্বুলেন্স গুলোকে চলাচলের জন্য রাস্তা করে দিচ্ছিলাম তখন দেখলাম মেয়েটা আমাদের মাঝে এসে পানি-বিস্কিট বিলি করছে। আমার কাছে এসে যখন একটা পানির বোতল ধরিয়ে দিল তখন তাকে জিজ্ঞেস করলাম যে আপা এসব কেন দিচ্ছেন? তখন তিনি বললেন, ‘আপনারা তো খালি পেটে আছেন, কিছু না খেলে এনার্জি পাবেন না।’ শেয়ার করে লিখেছেন, ‘আমরা বনানীতে যখন দমকল বাহিনীকে বিভিন্নভাবে সহযোগীতা করছিলাম, অ্যাম্বুলেন্স গুলোকে চলাচলের জন্য রাস্তা করে দিচ্ছিলাম তখন দেখলাম মেয়েটা আমাদের মাঝে এসে পানি-বিস্কিট বিলি করছে। আমার কাছে এসে যখন একটা পানির বোতল ধরিয়ে দিল তখন তাকে জিজ্ঞেস করলাম যে আপা এসব কেন দিচ্ছেন? তখন তিনি বললেন, ‘আপনারা তো খালি পেটে আছেন, কিছু না খেলে এনার্জি পাবেন না।’