বাংলা দ্বিতীয় পত্র : গুরুত্বপূর্ণ ৫০ বাগধারা

  1. খইয়ের বন্ধনে পড়া – মুশকিলে পড়া
  2. ক্যাবলা হাকিম – অনভিজ্ঞ ও বোকা হাকিব বা বিচারক
  3. কৃঞ্চের জীব – দুর্বল ও অসহায় প্রাণী
  4. খরচের হাত – দরাজভাবে খরচ করা.খরচে উদারতা
  5. খন্ডপ্রলয় – তুমুল কান্ড
  6. খন্ডকপালে – দুর্ভাগ্য
  7. খোদার খাসি – হৃষ্টপুষ্ট ব্যক্তি
  8. খাল কেটে কুমির আনা – স্বীয় দোষে বিপদে পড়া
  9. খাবি খাওয়া – বিপদে হাঁসফাঁস করা বা ছটফট করা
  10. খাই খরচ – খাওয়ার খরচ, খোরাকি
  11. খেজুরে আলাপ – ধানাইপানাই কথাবার্তা, অকাজের কথা
  12. খেউর গাওয়া – অশ্লীল গালাগালি দেওয়া
  13. গাছে না উঠতেই এক কাঁদি –  কাজ না করে ফল চাওয়া
  14. গর্দভ রাগিণী –  নিরেট মূর্খ ব্যক্তির বেসুরো গান
  15. গাফে ফুঁ দিয়ে বেড়ানো –  চিন্তাহীন লোক
  16. গায়ের ঝাল ঝাড়া – শোধ লওয়া
  17. গায়ে পড়া – অযাচিত
  18. গড্ডালিকা প্রবাহ – অন্ধ অনুকরণ
  19. গাছে তুলে মই সরানো – কাজে নেমে সরে পড়া
  20. গো মূর্খ – নিরেট মূর্খ বা জ্ঞানহীন
  21. গা ঢাকা দেয়া – আত্মগোপন করা
  22. গোঁয়ার গোবিন্দ – কান্ডজ্ঞানহীন  মানুষ
  23. গোবরে পদ্মফুল – নীচকুলে মহৎ ব্যক্তি
  24. গন্ধমাদন বহিয়া আন – অবাস্তব বিষয়ের অবতারণা
  25. গাঁয়ে মানে না আপনি মোড়ল – গ্রামবাসী না মানলেও নিজেই নিজেকে কর্তা বলে জাহির করা
  26. গৌরীসেনের টাকা – অফুরন্ত অর্থ
  27. গভীর পানির মাছ – ধূর্ত
  28. গোড়া কেটে আগায় পানি ঢালা – জ্ঞাতসারে ক্ষতি করে পরে সংশোধনের প্রয়াস
  29. গোল্লায় যাওয়া – নষ্ট হওয়া
  30. গদাই লস্করী চাল – আলসেমী
  31. গো-বৈদ্য – হাতুড়ে
  32. গায়ে গায়ে শোধ – দেনা না দেয়া ও প্রাপ্য না লওয়া অথবা দেনা পাওনার শোধবোধ
  33. গাছে কাঁঠাল গোঁফে তেল – প্রাপ্তির পূর্বেই ভোগের আয়োজন
  34. গৌরচন্দ্রিকা – ভূমিকা
  35. গণেশ উল্টানে – তুলে নেয়া
  36. গা তোলা – উঠা
  37. গাছেরও খায় তলারও কুড়ায় – সব আত্মসাৎ করা
  38. গা মাখা – আমল দেয়া
  39. গলগ্রহ – পরের বোঝা হয়ে থাকা
  40. গা করা – মনোযোগ দেয়া
  41. গন্ডগ্রাম- অজ পাড়া গাঁ
  42. গড়িমসি – ঢিলেমি, আলসেমি, দীর্ঘসূত্রতা
  43. গ্যাঁট হয়ে বসো – অনড় অটল হয়ে বসা
  44. ঘোড়ার ডিম – অলীক পদার্থ
  45. গেঁড়াকল – লোককে ঠকাবার কৌশল
  46. ঘরভেদী বিভীষণ – যে গৃহবিবাদ বাধায়
  47. ঘাম দিয়ে জ¦র ছাড়া – বিপদ কাটিয়ে যাওয়া
  48. ঘরের ঢেঁকি কুমির – অপদার্থ ষন্ডা মার্কা।
  49. ঘোড়ার ঘাস কাটা – বাজে কর্ম করা
  50. ঘটিরাম – অপদার্থ
পড়াশোনাবাংলা