নবম-দশম : রসায়নের জ্ঞানমূলক প্রশ্নোত্তর

অ্যান্টাসিডে কী ধরনের রাসায়নিক থাকে?
উত্তর- অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড।

পরমাণু কোন তিনটি কণা দিয়ে তৈরি?
উত্তর- ইলেকট্রন, প্রোটন ও নিউটন-এ তিন কণা দিয়ে তৈরি।

পরমাণুর ভর কোথায় থাকে?
উত্তর- নিউকিয়াসে।

পারমাণবিক সংখ্যা কী?
উত্তর- কোনো মৌলের নিউকিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা।

ব্যাপন কী?
উত্তর- কোনো মাধ্যমে কঠিন, তরল বা বায়বীয় পদার্থের স্বতঃস্ফ‚র্ত বা সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াই ব্যাপন।

যোজ্যতা ইলেকট্রন কী?
উত্তর- কোনো মৌলের ইলেকট্রনবিন্যাসে সর্বশেষ কপথে যে ইলেকট্রন বা ইলেকট্রনসমূহ থাকে তাকে যোজ্যতা ইলেকট্রন বলে।

স্ফুটন কী?
উত্তর- তাপ প্রয়োগ করে তরলকে গ্যাসে রূপান্তর করার প্রক্রিয়াকে স্ফুটন বলে।

হ্যালোজেন গ্র“প কোনটি?
উত্তর- পর্যায় সারণির গ্র“প-১৭ এর মৌলসমূহকে হ্যালোজেন গ্র“পের মৌল বলে।

পর্যায় সারণির মূল ভিত্তি কী?
উত্তর- ইলেকট্রনবিন্যাস পর্যায় সারণির মূল ভিত্তি।

অষ্টক নিয়মটি লেখো।
উত্তর- মৌলসমূহ তাদের সর্বশেষ শক্তিস্তরে নিষ্ক্রিয় গ্যাসের অর্থাৎ ৮টি করে ইলেকট্রন বিদ্যমান রাখার প্রবণতা দেখায়, যাকে অষ্টক নিয়ম বলে।

পেটের অ্যাসিডিটির জন্য কোন ধরনের ওষুধ খেতে হয়?
উত্তর- অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেতে হয়।

ধাতব বন্ধন কী?
উত্তর- এক খণ্ড ধাতুর মধ্যে পরমাণুগুলো যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে তাকে ধাতব বন্ধন বলে।

অ্যানালার কী?
উত্তর- সবচেয়ে বিশুদ্ধ রাসায়নিক পদার্থকে অ্যানালার বলে।

স্থূল সংকেত কী?
উত্তর- যে সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করা হয় তাকে স্থূল সংকেত বলে।

লিমিটিং বিক্রিয়ক কী?
উত্তর- রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে।

গ্যাসের মোলার আয়তন কী?
উত্তর- ১ মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ঐ গ্যাসের মোলার আয়তন বলে।

রেডক্স বিক্রিয়া কী?
উত্তর- যে বিক্রিয়ায় বিক্রিয়কসমূহের মধ্যে ইলেকট্রন আদান-প্রদান ঘটে তাই রেডক্স বা জারণ-বিজারণ বিক্রিয়া।

স্ফুটনের বিপরীত প্রক্রিয়া কোনটি?
উত্তর- স্ফুটনের বিপরীত প্রক্রিয়া ঘনীভবন।

আইসোটোপ কী?
উত্তর- যেসব পরমাণুর প্রোটনসংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ও নিউট্রনসংখ্যা ভিন্ন তাদের একে অপরের আইসোটোপ বলে।

অ্যানায়ন কী?
উত্তর- ধনাত্মক আধানবিশিষ্ট চার্জই অ্যানায়ন।