পঞ্চম শ্রেণি : গণিত ও বিজ্ঞান : কুইজ

পঞ্চম শ্রেণি : গণিত ও বিজ্ঞান : কুইজ

উত্তর পাঠাও  : news@matinews.com মেইলে

সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারি করে তিনজনকে দেওয়া হবে বিশেষ পুরস্কার। এছাড়া প্রত্যেকের নাম প্রকাশ হবে মাটিনিউজে।

১। একটা চারকোনা বাকশের এক পাশ ১০ ফুট, আরেক পাশ ৫ ফুট ও উচ্চতা ৪ ফুট। বাকশোটার আয়তন কত?

২। ৬/৮ = ৭৫% সত্য নাকি মিথ্যা?      

৩। ২৫% = ০.২৫০০০ সত্য না মিথ্যা?  

৪। ৪/৫ কে শতাংশতে প্রকাশ করো।              

৫। ৪৫০ * ৫০ = ? (গুণটা দ্রুত করবে কী করে)

৬। পানি কত ডিগ্রি তাপে ফোটে?

৭। প্রকৃতির কোন উপাদানগুলো থেকে জ্বালানি শক্তি পেতে পারি? (এক বা একাধিক টিক চিহ্ন দাও)

ক) পাহাড় খ) বাতাস গ) সূর্যের আলো ঘ) পানি

৮। বলো দেখি, মাধ্যাকর্ষণ শক্তির কারণে সব নিচে পড়ে গেলেও, ঘুড়ি আকাশে ওড়ে কী করে?

৯। এক কেজি বাতাস আর এক কেজি লোহার মধ্যে কোনটার ওজন বেশি?

১০। মনে করো তুমি নভোচারী। মহাশূন্যে ভেসে বেড়াচ্ছো। তোমার সামনে একটা বিশাল পাথর। পাথরটাকে একটা আঙুল দিয়ে ধাক্কা দিতেই ওটা সরে যেতে শুরু করলো। এটা পৃথিবীতে সম্ভব নয় কেন?

class 5কুইজপঞ্চম শ্রেণিপঞ্চম শ্রেণি গণিতপঞ্চম শ্রেণি বিজ্ঞান