নবম শ্রেণির রসায়ন বিজ্ঞানের 40টি এমসিকিউ প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণির রসায়ন বিজ্ঞানের 40টি এমসিকিউ প্রশ্ন ও উত্তর

পরমাণু অণু

  • পরমাণুর ক্ষুদ্রতম কণাকে কী বলা হয়? উত্তর: ইলেকট্রন
  • হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রকে কী বলে? উত্তর: প্রোটন
  • কোন মৌলিক কণার ভর সবচেয়ে বেশি? উত্তর: নিউট্রন
  • পরমাণুর মধ্যে কোনো নিউট্রন নেই এমন মৌল কোনটি? উত্তর: হাইড্রোজেন
  • পরমাণুর ভর কোথায় কেন্দ্রীভূত থাকে? উত্তর: নিউক্লিয়াসে
  • কোন মৌলটি দ্বিপরমাণুক? উত্তর: অক্সিজেন (O₂)
  • মৌলের বৈশিষ্ট্য সংরক্ষণকারী ক্ষুদ্রতম কণা কী? উত্তর: পরমাণু
  • একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা নির্ধারণ করে— উত্তর: প্রোটনের সংখ্যা
  • কোন মৌল ধাতব নয়? উত্তর: সালফার
  • কোন মৌলটি পরিবাহী ধাতু? উত্তর: কপার

রাসায়নিক বন্ধন বিক্রিয়া

  • আয়নিক বন্ধন তৈরি হয় কীভাবে? উত্তর: ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে
  • জল অণুর বন্ধন কী ধরনের? উত্তর: কোভ্যালেন্ট
  • NaCl গঠনে কোন ধরনের বন্ধন থাকে? উত্তর: আয়নিক
  • জল কিসের যৌগ? উত্তর: অক্সিজেন ও হাইড্রোজেনের
  • জীবের প্রাণরসায়নের প্রধান যৌগ কী? উত্তর: কার্বন যৌগ
  • একটি যৌগিক পদার্থের বৈশিষ্ট্য কোনটির উপর নির্ভর করে? উত্তর: গঠনের রাসায়নিক বন্ধন
  • রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্য কী? উত্তর: নতুন পদার্থ সৃষ্টি হয়
  • অগ্নি নির্বাপক গ্যাস কোনটি? উত্তর: কার্বন ডাই অক্সাইড
  • পানি কোন ধরনের পদার্থ? উত্তর: যৌগ
  • কোনটি রাসায়নিক বিক্রিয়া নয়? উত্তর: বরফ গলা
  • ধাতু সাধারণত কোন অবস্থায় থাকে? উত্তর: কঠিন
  • অ্যালুমিনিয়াম কোন ধাতুর শ্রেণীতে পড়ে? উত্তর: হালকা ধাতু
  • রাসায়নিক পরিবর্তনের একটি উদাহরণ কী? উত্তর: কাগজ পোড়ানো
  • কোন গ্যাসটি শ্বাস-প্রশ্বাসের জন্য অপরিহার্য? উত্তর: অক্সিজেন
  • কোন যৌগটি পচন রোধক হিসেবে ব্যবহৃত হয়? উত্তর: সোডিয়াম ক্লোরাইড (NaCl)
  • গ্লুকোজের রাসায়নিক সংকেত কী? উত্তর: C₆H₁₂O₆
  • কোন রাসায়নিক বিক্রিয়ায় আলো উৎপন্ন হয়? উত্তর: জ্বলন বিক্রিয়া
  • জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে এমন পদার্থকে কী বলে? উত্তর: অ্যাসিড
  • কোন যৌগটি গৃহস্থালির ব্লিচিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়? উত্তর: সোডিয়াম হাইপোক্লোরাইট (NaClO)
  • কোন মৌলটি সাধারণত অ্যালয় তৈরিতে ব্যবহৃত হয়? উত্তর: তামা (Cu)
  • রাসায়নিক বিক্রিয়ার হার নির্ভর করে— উত্তর: তাপমাত্রা, ঘনমাত্রা ও অনুঘটকের উপর
  • পানির অণুসংকেত কী? উত্তর: H₂O
  • কোনটি ক্ষার জাতীয় পদার্থ? উত্তর: NaOH
  • কোন গ্যাসটি বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে? উত্তর: নাইট্রোজেন
  • অ্যাসিড বৃষ্টি সাধারণত কোন যৌগের জন্য হয়? উত্তর: সালফার ডাই অক্সাইড (SO₂) ও নাইট্রোজেন অক্সাইড (NO₂)
  • কোন যৌগটি সার উৎপাদনে ব্যবহৃত হয়? উত্তর: অ্যামোনিয়াম নাইট্রেট (NH₄NO₃)
  • কোন গ্যাসটি জ্বলতে সাহায্য করে? উত্তর: অক্সিজেন
  • কোন রাসায়নিক বিক্রিয়া উল্টো পথে চলতে পারে? উত্তর: বিপরীতমুখী বিক্রিয়া
  • কোন পদার্থটি ইস্পাতের প্রধান উপাদান? উত্তর: লোহা (Fe)
  • কোনটি ধাতু নয়? উত্তর: হিলিয়াম (He)
class 9 scienceএমসিকিউকুইজনবম শ্রেণিরসায়ন বিজ্ঞান