বাংলা : গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ (পর্ব-১)

বিভিন্ন পরীক্ষায় আসে এমন কিছু গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ দেওয়া হলো। সাধারণ জ্ঞানসহ প্রতিযোগিতামূলক নানান পরীক্ষায় আসতে পারে এমন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাজানো হবে আমাদের ‘সাধারণ জ্ঞান’ বিভাগটি। প্রতিদিন বাছাই করা সাধারণ জ্ঞান-এর প্রশ্নোত্তরের জন্য ভিজিট করুন আমাদের সাইট। যোগ দিন এই গ্রুপে

গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ

অম্বু = উদক, পানি, নীর, সলিল।
হাতি = দ্বিপ, হস্তী, করী, গজ।
অহি = সাপ, আশীবিষ, নাগ, ফণী।
তপন = শৈল, সূর্য, সবিতা, দিবাকর।
পৃথিবী = অবনী, ধরা, ধরণী, বসুন্ধরা, ভূ‚।
আকাশ = ব্যোম, অম্বর, গগন।
সমুদ্র = রত্নাকর, অর্ণব, জলধি, সিন্ধু, সাগর।
কোকিল = পিক, পরভৃত।
চাঁদ = বিধু, চন্দ্র, হিমাংশু, শশধর।
পর্বত = গিরি, শৈল, পাহাড়, ধর, নগ।
পিতা = বাবা, জনক, পিতৃ।
পুত্র = দুলাল, সুত, তনয়।
ফুল = কুসুম, প্রসূন, পুষ্পক, সুমন।
তরঙ্গ = ঢেউ, বীচি, লহর, লহরী, হিল্লোলা।
কূল = সৈকত, তীর, তট, পুলিন, কিনার।
ঘর = গৃহ, আলয়, নিলয়, সদন, নিকেতন।
খবর = বার্তা, সন্দেশ, সমাচার।
গভীর = অসাধ, গহন।
নদী = তটিনী, শৈবলিনী, প্রবাহিণী।
নারী = মেয়ে, স্ত্রী, কামিনী।
ধর্ম = কর্ম, পুণ্যকর্ম, কর্তব্য, হিতকর।
নবীন = আধুনিক, নব, নব্য।
দিন/দিবস = অহ, দিবা, রোজ, বাসর।
আগুন = বৈশ্বানর, অনল, পাবক, শুচি, হুতাশন।
অকাল = অসময়, অবেলা, অদিন, অযাত্রা।
ঘোড়া = অশ্ব, ঘোটক, বাজী, ঘোটকী।
পাখি = বিহঙ্গ, বিহগ, দ্বিজ, খেচর।
বাতাস = পবন, অনিল, সমীর।
মৃগ = হরিণ, সুনয়ন, ঋষ্য, কুরঙ্গ।
অঙ্গ = শরীর, অঙ্গ, দেহ, তনু।

জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ২৫টি গুরুত্বপূর্ণ তথ্য (পর্ব-১)

পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা? তাড়াও পরীক্ষার ভূত

বাংলা