চতুর্থ শ্রেণির বিজ্ঞান প্রশ্নসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. খাদ্য তৈরির জন্য উদ্ভিদের কী কী প্রয়োজন?
উত্তর: সূর্যের আলো, পানি এবং কার্বন ডাইঅক্সাইড।
২. কোন ধরনের উদ্ভিদ ছায়াযুক্ত স্থানে জন্মাতে পারে?
উত্তর: মস ও ফার্ন জাতীয় উদ্ভিদ।
৩. সুন্দরি, গরান এসব লবণাক্ত মাটির উদ্ভিদ কীসের মাধ্যমে শ্বাসগ্রহণ করে?
উত্তর: শ্বাসমূল
৪. উটের পিঠে যে কু্ঁজ দেখা যায় সেখানে কী জমা থাকে?
উত্তর: চর্বি।
৫. সমুদ্রে কোন ধরনের উদ্ভিদ জন্মায়?
উত্তর: সামুদ্রিক শৈবাল।
৬. সার কয় প্রকার ও কী কী?
উত্তর: ২ প্রকার। জৈব এবং অজৈব সার।
৭. ইউরিয়া কোন ধরনের সার?
উত্তর: অজৈব।
৮. ভিটামিন কয় প্রকার?
উত্তর: ছয় প্রকার। ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে।
৯. পুষ্টি উপাদান কয় ধরনের রয়েছে?
উত্তর: পাঁচ ধরনের।
বৃষ্টি কিভাবে হয় জানো?
১০. বেরিবেরি রোগ কেন হয়?
উত্তর: ভিটামিন বি-এর অভাবে।
১১. রিকেটস রোগ কেন হয়?
উত্তর: ভিটামিন ডি-এর অভাবে।
১২. ডিমের কুসুমে কোন ভিটামিন পাওয়া যায়?
উত্তর: ভিটামিন এ
১৩. কোন ধরনের ভিটামিন হাড়ের বৃদ্ধি ও গঠনে সহায়তা করে?
উত্তর: ভিটামিন ডি।
১৪. গলগণ্ড রোগ হয় কীসের অভাবে?
উত্তর: আয়োডিন।
১৫. যে ধরনের খাদ্যে শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের সবগুলোই থাকে তাকে কী বলে?
উত্তর: সুষম খাদ্য।
১৬. চাল, গম, আলু ইত্যাদি খাদ্যে প্রধান পুষ্টি উপাদান কী?
উত্তর: শর্করা।
১৭. আয়তন কাকে বলে?
উত্তর: কোনো পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে থাকে তাকে ওই পদার্থের আয়তন বলে।
১৮. তরল পদার্থের আয়তন পরিমাপের একক কী?
উত্তর: লিটার বা মিলিলিটার।
১৯. কোনো বস্তুর ওজন পরিমাপের একক কী?
উত্তর: গ্রাম বা কিলোগ্রাম।
২০. পানি থেকে কিভাবে বিদুৎ উৎপাদন করা যায়?
উত্তর: পানির স্রোতকে কাজে লাগিয়ে।
২১. চুনাপাথর, মার্বেল এগুলো কী?
উত্তর: শিলা
২২. নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কী কী?
উত্তর: সূর্যের আলো, বায়ু, পানি এবং উদ্ভিদ।
২৩. সংরক্ষণ বলতে কী বোঝায়?
উত্তর: প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং পরিকল্পিত ব্যবহার।
২৪. চাঁদের কয়টি দশা রয়েছে?
উত্তর: আটটি।
২৫. সন্ধ্যায় পশ্চিম আকাশে যে সন্ধ্যাতারা দেখা যায় তা মূলত কী?
উত্তর: শুক্র গ্রহ।
২৬. সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি?
উত্তর: শুক্র।
২৭. আবহাওয়া কী?
উত্তর: আবহাওয়া হচ্ছে প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা।
২৮. যেসব স্থান বিষুবরেখা থেকে দূরে যেসব স্থানের জলবায়ু কেমন হয়?
উত্তর: শীতল।
২৯. টেলিফোন কে আবিষ্কার করেন?
উত্তর: আলেকজান্ডার গ্রাহাম বেল।
৩০. লিথোগ্রাফ কী?
উত্তর: গুহার দেয়াল বা পাথরের উপর অঙ্কিত ছবি।