আজকের প্রিয়মুখ : নানা সাজে পরিণীতি

FacebookTwitterEmailShare

পরিণীতিবলিউডের অভিনেত্রী পরিণীতি চোপড়া এখন ব্যস্ত বিপুল শাহের ‘নমস্তে লন্ডন’ ছবি নিয়ে। এ বছরের ১৯ অক্টোবর মুক্তি পেতে যাওয়া ছবিতে তাঁর বিপরীতে আছেন ‘ইশকজাদে’ তারকা অর্জন কাপুর। নতুন ছবি নিয়ে ব্যস্ততার মাঝেও এমন ছবি হরহামেশাই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন পরিণীতি।

 

পরিণীতি
‘নমস্তে লন্ডন’ ছবি শুটিংয়ের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি পোস্ট করেন পরিণীতি। ছবি: টুইটার
পরিণীতি
স্বচ্ছ নীল জলে ঘোরাঘুরি পরিণীতির