Entertainment Glamour কী নিয়ে এত ভয় ঈশিতার! By abc on Oct 10, 2018Apr 07, 2019 ঈশিতা‘একটু ভয় পাচ্ছি। কিন্তু এটাও ঠিক, অনেক দিন ধরে প্রস্তুতি নিয়েছি। এই গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাই প্রতিটা ধাপে অনেক যত্ন করেছেন, পরিশ্রম করেছেন। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’ বহুদিন পর গান নিয়ে শ্রোতাদের কাছে ফিরছেন রুমানা রশিদ ঈশিতা। গান প্রকাশের আগে অনুভূতি কেমন, তা জানতে চাইলে কথাগুলো বলেন তিনি। আগামী বৃহস্পতিবার চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ঈশিতার এই গান। শিরোনাম ‘তোমরাই জানালায়’। গানটিতে তিনি কণ্ঠ দিয়েছেন ঈদুল আজহার আগে। পপকর্নের ব্যানারে সম্প্রতি গল্পনির্ভর এই গানের মিউজিক ভিডিও তৈরি হয়েছে। ভিডিওতে অভিনয়ও করেছেন ঈশিতা।ছোটবেলা থেকে ঈশিতা অভিনয় আর গান সমান তালে করেছেন। ১৯৮৮ সালে ‘নতুন কুড়ি’র ছড়াগানে প্রথম পুরস্কার অর্জন করেন। এক ঠিক বছর পর প্রযোজনা প্রতিষ্ঠান সারগাম থেকে ছড়াগানের একটি অ্যালবামও প্রকাশিত হয়। ২০০১ সাল পর্যন্ত আরও চারটি গানের অ্যালবাম প্রকাশিত হয়। সব কটিই ছিল সাউন্ডটেকের ব্যানারে। এর মধ্যে শওকাতের সুর ও সংগীতে এই প্রতিষ্ঠান থেকে প্রকাশিত ঈশিতা, কানিজ সুবর্ণা ও মিমির গাওয়া ‘কুলসুম’ অ্যালবামটি বেশ আলোচিত ছিল। প্রায় ১৭ বছর পর নতুন গান নিয়ে শ্রোতা ও ভক্তদের কাছে হাজির হতে যাচ্ছেন তিনি।ঈশিতা যে গানটি দিয়ে ফিরছেন, সেটি লিখেছেন সোহেল আরমান আর সুর ও সংগীতায়োজন করেছেন ইবরার টিপু। গানে ফেরা প্রসঙ্গে ঈশিতা বলেন, ‘অনেক দিন ধরে গান করার ব্যাপারটি নিয়ে ভাবছিলাম। চর্চাও করেছি। একটা পর্যায়ে গানটি তৈরি হয়। এই গানে মানুষ তার জীবনের গল্প খুঁজে পাবে।’ ঈশিতাঅভিনয়, গান, নাচ, লেখালেখি, পরিচালনা—সংস্কৃতির নানা শাখায় ঈশিতার বিচরণ। সবকিছু ছাপিয়ে সবার কাছে তাঁর অভিনেত্রী পরিচয়টা প্রতিষ্ঠিত হয়ে গেছে। ইদানীং অভিনয়েও অনিয়মিত তিনি। তাঁর মতে, ‘অভিনয় করার মতো পর্যাপ্ত সময় এই মুহূর্তে আমার নেই। হঠাৎ হঠাৎ সময় পেলে তবেই করি। গেল ঈদে “পাতা ঝরার দিন” ও “কাঠপেনসিল” নাটক দুটি ছিল তেমনই কাজ। তবে সব কাজ শেষ করার পর বাসায় থাকি। যে সময়টুকু পাই, তাতে গানের চর্চা ভালোভাবে করতে পারি। সেটাই করে যাচ্ছি। গানের চর্চা আমি আগেও করতাম। দুই বছর ধরে খুব সিরিয়াসলি চর্চাটা চালিয়ে যাচ্ছি।’ঈশিতা জানান, ছোটবেলায় ১৩ বছর ধরে ওস্তাদ ওমর ফারুকের কাছে খেয়ালের তালিম নিয়েছেন। একই বিষয়ে ওস্তাদ সঞ্জীব দের কাছে আরও আট বছর তালিম নিয়েছেন। ঈশিতা বললেন, ‘আমি নজরুলসংগীত আর রবীন্দ্রসংগীত কখনোই শিখিনি। পিওর ক্ল্যাসিক্যাল শিখেছি। নাচের ক্ষেত্রেও আমি শিবলী মহম্মদের কাছে পিওর ক্ল্যাসিক্যাল শিখেছি। নাচ আর গান দুটোরই ক্ল্যাসিক্যাল শেখার কারণে বাকি শাখাগুলোয় বিচরণ করতে কোনো সমস্যা হয় না।’ Post Views: 2,330 Related posts: আজকের প্রিয়মুখ : আসছে ঈশানার ‘দহনকালের ভালোবাসা’ কাজ করতে গিয়ে বাজে সমস্যার সম্মুখীন হইনি : আজমেরি শাহরুখ খানের এ তথ্যগুলো আগে জানতেন? ঐশী কি মিস ওয়ার্ল্ড হতে পারবেন? শ্রাবন্তীর মাথায় কী? দেখলে চমকে যাবেন নেশা করে যে কাণ্ড করেছিলেন অভিনেত্রী অংকিতা ‘অনুরাগ কাশ্যপ সাতবার আমাকে নগ্ন করেছে’ : কুবরা পাপেট শো নিয়ে নওশাবা আমাকে বাথরুম থেকে নগ্ন করে বের করে নির্যাতন করা হয় : মিলা এই দিনে আমার চেয়ে মায়ের রান্নাই বেশি ভালো লাগবে : পূজা চেরি দশ দিন পর আবার কলকাতায় ছুটতে হবে : নুসরাত ফারিয়া ‘মনের মত মানুষ পাইলাম না’ : অপু নন বুবলী প্রিয়া প্রকাশ প্রেম করছেন সেই ভ্রু নাচিয়ে? ওয়েব সিরিজে দর্শক সিনেমার স্বাদ পাবেন: আইরিন জাহ্নবীর বেলি ড্যান্স : কাঁপছে নেটদুনিয়া (ভিডিও) Cici welcomes Dialo to Instagram Aditi Rao , who taught curriculum during curfew তন্বী পেয়েছেন ভারতের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন আবারও নাটকে পড়শী | পড়শীর নাটক Zahara Mitu : unveiling the Charms of the rising actress