প্রযোজনাতেও সফল জয়া , ‘দেবী’ পশ্চিমবঙ্গে মুক্তি পাবে কি?

অভিনয় নিয়ে প্রশংসা তিনি আগেও পেয়েছেন। এ বার প্রযোজনাতেও এল সাফল্য। তিনি জয়া আহসান

গত ১৯ অক্টোবর জয়ার প্রযোজনা সংস্থা ‘C তে সিনেমা’-র প্রথম প্রয়াস ‘দেবী’ মুক্তি পেয়েছে বাংলাদেশে। আর প্রথম চার দিনের মধ্যেই বক্স অফিসে সাফল্য এসেছে বলে দাবি করলেন প্রযোজক তথা এ ছবির প্রধান অভিনেত্রী জয়া।

বাংলাদেশ থেকে ফোনে জয়া বললেন, ‘‘প্রথম চারদিনেই আমরা লাভের মুখ দেখেছি। এ কথা ডিস্ট্রিবিউর আমাদের বলেছেন। ছবির গ্রোথ খুবই ভাল। সবচেয়ে ভাল ব্যাপার মাল্টিপ্লেক্স তো বটেই, সিঙ্গল স্ক্রিনেও ভাল হচ্ছে। ভাল ছবি যে দর্শক দেখবেন,‘দেবী’ তা দেখিয়ে দিল।’’

ঠিকই, বাকিটা বলার জন্য অপেক্ষা করছেন পশ্চিমবঙ্গের দর্শক। এ দেশের মানুষও ছবিটা দেখতে চান। সেটা কি সম্ভব? প্রযোজক জয়ার উত্তর, “আমি ঠিক প্রসেসে কাজ করতে চাই। কোনও চাতুরির সুযোগ নিতে চাই না। আমি যেহেতু প্রোডিউসার তাই বাংলাদেশে একটু গুছিয়ে তার পর ওখানে নিয়ে যেতে হবে। আমার ছবির সাউন্ড ডিজাইনার, মিউজিক, পোস্ট প্রোডাকশনের অনেক কাজ কলকাতাতে হয়েছে। সেই অর্থে পশ্চিমবঙ্গের দর্শকদেরও এই ছবি। বাংলাদেশ আমার অর্ধেক হলে, পশ্চিমবাংলা আরও অর্ধেক।অভূতপূর্ব সাড়া পেয়েছি কলকাতা, পশ্চিমবঙ্গে। অবশ্যই ওখানকার দর্শককে দেখাতে চাই। তবে কবে এখনই বলতে পারছি না।’’