এশিয়ার সেরা আবেদনময়ী হলেন প্রিয়াঙ্কা চোপড়া

FacebookTwitterEmailShare

এশিয়ার সেক্সিয়েস্ট মহিলার তাজ জিতে নিলেন প্রিয়ঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

 

প্রিয়াঙ্কা চোপড়া এশিয়ার সেরা আবেদনময়ী

এশিয়ার সেক্সিয়েস্ট’ মহিলার তাজ জিতে নিলেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের এই সন্দুরীর দীপিকা পাড়ুকনকে পেছনে ফেলে এশিয়ার ‘সেক্সিয়েস্ট উইমেন’-এর তাজ জিতেন। বেস্ট ফ্রেন্ডস ফরেভার বা বিএফএফ-এর সম্পর্ক আছে এই দুই সুন্দরীর মধ্যে।

গত বছর এই তাজের অধিকারী ছিলেন দীপিকা। এবার জোড় লড়াইয়ে তাকে ফেছনে ফেলে প্রিয়ঙ্কা চোপড়া। স্টার্ন আইয়ের ৫০ সেক্সিয়েস্ট এশিয়ান উইমেন এর বার্ষিক ইউকে পোল-এ এমনই সব খবর এসেছে। সন্দুরীরদের লড়াইয়ে আরও অনেক হার জিত হয়েছে।

২০১৬ সালে এই যৌন আবেদনময়ীদের তালিকায় অনেকটা এগিয়ে ছিলেন দীপিকা। কিন্তু তাকে পেছনে ফেলে জয়ী হন প্রিয়ঙ্কা চোপড়া। প্রিয়ঙ্কার পরই জায়গা করে নিয়েছেন, টেলিভিশন অভিনেত্রী নিয়া শর্মা। ইউকে পোল অনুযায়ী টেলিভিশনের দুনিয়ায় এশিয়ার অভিনেত্রীদের মধ্যে এগিয়ে আছেন নিয়া শর্মা। এই তালিকায় তিনে আছেন, আলিয়া ভাট তারপর আছেন, পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। তালিকায় একটু পিছিয়ে সাতে আছেন ক্যাটরিনা কাইফ।

বিনোদন