Entertainment জন্মদিনে বিদ্যা সিনহা মিমের দুই খবর By abc on Nov 10, 2018 বিদ্যা সিনহাআজ বিদ্যা সিনহা সাহা মিমের জন্মদিন। প্রতিবারের মতো এবারও ঘরোয়া পরিবেশে পালন করবেন দিনটি। এবারের জন্মদিনে দুটি স্পেশাল খবর জানা গেল মিমের। একটি দিলেন অভিনেত্রী নিজে, অন্যটি দিলেন তাঁর মা ছবি সাহা বিয়ের কেনাকাটা শুরু!জন্মদিনে মেয়েকে কী গিফট দেবেন? জানতে চাইলে ছবি সাহা জানালেন খুশির খবর, ‘[ফিসফিস করে] মিম পাশে আছে। দাঁড়ান, একটু দূরে যাই।’ এরপর, ‘অনেক দিন থেকে মিমের ইচ্ছা পায়ে সোনার নূপুর পরবে। কিন্তু আমাদের হিন্দু সমাজে সোনার নূপুর পরাটা ভালোভাবে দেখা হয় না। আমি সব সময় মিমের ইচ্ছার প্রাধান্য দিয়েছি। এবারের জন্মদিনে ওর জন্য সোনার একটি নূপুর কিনেছি। কিনেছি একটি সোনার টিকলিও। অবশ্য এর কারণও আছে। আগামী বছরই মিমকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাই আগে থেকে কেনাকাটা শুরু করেছি। নূপুর আর টিকলি মিমের বিয়ের প্রথম কেনাকাটা।’ তাহলে কে হতে যাচ্ছেন মিমের বর? ‘এখনই সব বললে তো হয়ে গেল। আর কিছুদিন যাক না! মেয়েকে তো আর চুরি করে বিয়ে দেব না। অবশ্যই সবাই জানবে।’ টালিগঞ্জে নতুন ছবিগতকাল গাজীপুরে ‘সাপলুডু’ ছবির শুটিংয়ের ফাঁকে মিম জানালেন, ডিসেম্বরে কলকাতা যাবেন। সেখানকার লোকাল প্রডাকশনের একটি ছবিতে অভিনয়ের কথা চূড়ান্ত, শুধু সাইনিং বাকি। ভারতে এর আগে ‘ব্ল্যাক’, ‘ইয়েতি অভিযান’ ও ‘সুলতান’ ছবিগুলোতে দেখা গেছে মিমকে। প্রতিটিই ছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার। অবশ্য ‘ইয়েতি অভিযান’ ও ‘সুলতান’-এর শুটিং শুরু হয় যৌথ প্রযোজনার ছবি হিসেবে, বাংলাদেশে যৌথ প্রযোজনার নীতিমালা বদলে যাওয়ায় পরে ছবি দুটির মালিকানা হয় ভারতের। পরে আমদানি করে এনে দেশে প্রদর্শিত হয় ছবি দুটি। সে হিসেবে এবারই প্রথম খাঁটি ভারতীয় ছবিতে অভিনয় করবেন মিম। ভীষণ খুশি এই অভিনেত্রী, “অনেক দিনের ইচ্ছা ছিল কলকাতার একক প্রযোজনায় কাজ করব। অনেক প্রস্তাবও ছিল। বিশেষ করে ‘ইয়েতি অভিযান’ করার সময় বেশ কয়েকটি ছবির প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু শিডিউলের টানাপড়েনে করতে পারিনি। এবার অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। সেখানকার নতুন এক পরিচালকের ছবি এটি। ভারত থেকে ফিরেই ছবি, পরিচালক ও নায়কের নাম আনুষ্ঠানিকভাবে জানাব।” Post Views: 1,915 Related posts: রানি মুখার্জি দ্বিতীয় সন্তানের স্বপ্ন দেখছেন? আশফার খালি কণ্ঠে শুনুন জনপ্রিয় দুটি গান। এই বলিউড তারকাদের অভিনয়ের শর্ত শুনলে চমকে যাবেন কাস্টিং কাউচের শিকার হতে যাচ্ছিলাম আমিও : ত্রিধা চৌধুরী সালমান শাহর মৃত্যুতে গৃহকর্মীর জবানবন্দি শুক্রবার জুমার নামাজের পর বদলে যাবেন শাকিব ‘মাসুদ রানা’ বাছাই করবেন ফেরদৌস ও পূর্ণিমা ৫ বছর পর লাক্স সুন্দরী নাফিজা পর্নস্টার থেকে বলিউড তারকা, দেখে নিন বিগ বস ঘরের সর্বশেষ তারকা আমাকে কেন মামলায় জড়ানো হলো? : ন্যান্সি নাটকেও এ বার ‘ ভূতের ’ ছায়া, বন্ধ হল প্রদর্শন এ যেন এক অন্য বিদ্যা সিনহা মিম বন্ধ হয়ে যেতে পারে সব বিদেশি চ্যানেল এসেছে নতুন নায়িকা… সাহসী পোশাকে আমিশার প্রশ্ন, ‘ট্যাটুটা খুঁজে পাচ্ছো?’ বছরে একটার বেশি না : অমৃতা খান মিমি আপুর জায়গায় আমি: হিমি Film Review Fetih 1453 : তুর্কি ছবি ফাতিহ ১৪৫৩ What is the superpower of Shazam? Sariful Razz Caught in a Topsy-Turvy Tangle with Sunerah Binte Kamal and Tanjin Tisha!