Entertainment মা হতে চলেছেন সুরবীন By abc on Nov 09, 2018 সুরবীনকয়েক মাস আগে নিজের বিয়ের খবর দিয়ে চমকে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী সুরবীন চাওলা। বলেছিলেন, দুই বছর আগেই বিয়ে সেরে ফেলেছেন তিনি। এবার জানালেন, প্রথম সন্তানের মা হতে চলেছেন এ সুন্দরী।গতকাল বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে গর্ভধারণের খবর দেন সুরবীন। ইনস্টাগ্রামে একটি আদুরে ছবিও পোস্ট করেন তিনি। লেখেন, ‘জীবন যা চায়, তাই হয়; যখন চায়, তখনই হয়। এবং ঠিক এখন, এই মুহূর্তে যা হতে চলেছে, আমাদের পৃথিবীকে আরো সুন্দর ও আশীর্বাদপুষ্ট করতেই তা হতে চলেছে! হ্যাঁ, অলৌকিক কিছু হতে চলেছে আর তার নাম জীবন! দুটো পুঁচকে পা বেড়ে উঠছে।’সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে সুরবীন বলেন, ‘এটা অসাধারণ সুন্দর অনুভূতি, আর এটা আমার ও অক্ষয়ের জন্য একেবারেই অপ্রত্যাশিত ছিল। হঠাৎ করেই জীবন সুন্দর হলো।’ তিনি আরো বলেন, ‘এখন প্রতিটি পদক্ষেপই দেখেশুনে চলি। মাতৃত্ব আমার কাছে একটা অনুভূতি, যা ভেতরে জন্মায়, ভেতরের জীবনটার সঙ্গে জন্মায়।’ ২০১৫ সালে ব্যবসায়ী অক্ষয় থাক্কারকে বিয়ে করেন সুরবীন চাওলা। পরিবারের লোকজন ও কিছু ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সে বিয়ে হয়। তবে এ ব্যাপারে জানাজানি হয়নি। গত বছর হঠাৎ করেই সামাজিক মাধ্যমে নিজের বিয়ের ঘোষণা দেন সুরবীন।একতা কাপুরের ‘কাহিন তো হোগা’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক হয় সুরবীন চাওলার। এরপর ‘কসৌতি জিন্দেগি কে’ ও ‘কাজল’ ধারাবাহিকে কাজ করেন তিনি।‘হাম তুম শাবানা’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় সুরবীনের। এরপর ‘হেট স্টোরি-২’, ‘আগলি’ ও ‘পারচেড’ চলচ্চিত্র দিয়ে পাদপ্রদীপের আলোয় আসেন। সূত্র : ডিএনএ Post Views: 1,773 Related posts: রানি মুখার্জি দ্বিতীয় সন্তানের স্বপ্ন দেখছেন? শ্রীদেবীর মেয়ে খোলামেলা পোশাকে , ক্ষেপেছেন ভক্তরা বিয়ের বাক্সে বন্দি হলেন সিয়াম , পাত্রী কে জানেন? কেন তৈমুরকে বোর্ডিংয়ে পাঠাচ্ছেন, জানালেন তারকা দম্পতি চিত্রনায়িকা আইরিন শুটিং-এ যাচ্ছেন বালিতে শাহরুখ আমাকে নষ্ট করে দিয়েছে : মাহিরা খান ‘সংশয়ে’ ঐশী , কার প্রস্তাব মেনে নেবেন তিনি! ভোটকেন্দ্রে মারধরের শিকার হিরো আলম (ভিডিও) মোনালিসা শীতের শহরে উষ্ণতা বাড়ালেন ‘স্পর্শকাতর স্থান’ নিয়ে অশ্লীল পোস্টের উচিত জবাব দিলেন নায়িকা ! নাটকেও এ বার ‘ ভূতের ’ ছায়া, বন্ধ হল প্রদর্শন ছেলেকে সঙ্গে নিয়েই বাড়ির বাগান থেকে টাটকা সবজি তুললেন শিল্পা Tom Cruise is going to ISS পানির নিচে হানিমুন, এক রাতের খরচ ৩৩ লাখ! ‘বিগ বস’ সেটে অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব প্রেম নিয়ে লুকোচুরি করেন না নাদিয়া মীম 5 types of science fiction movies we love to watch repeatedly যে কারণে নিষিদ্ধ হলো তারিক আনামের মেকআপ About BTS : Know everything in-short What’s in the plot of Squid Game Season 2?