এখন থেকে যতবার কলকাতায় যাব, গুঞ্জন হবে: মিথিলা



মিথিলা

ঈদ উপলক্ষে কয়েকটি নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী মিথিলা । সম্প্রতি আবারও ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্রকার সৃজিত মুখার্জির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। নিজের কাজের কথার পাশাপাশি গুঞ্জনের জবাব দিলেন এই অভিনেত্রী।

দেশের বাইরে কেন ঈদের ছুটি কাটালেন?
গত কয়েক মাস অফিসের কাজে বাইরে বাইরেই থাকতে হয়েছে। তানজানিয়া ও রুয়ান্ডা থেকে ফিরে এসে এক সপ্তাহের জন্য ভারতের কলকাতায় গেলাম। বাচ্চার স্কুল বন্ধ, আমারও অফিস ছুটি। সব মিলিয়ে কিছুটা সময় কাটালাম।

ঈদের বেশ কিছু নাটক ছিল আপনার।
এবারের ঈদে মাত্র তিনটি নাটক করেছি। মিজানুর রহমান আরিয়ানের লাইফ ইন্স্যুরেন্স, গৌতম কৈরীর ছোট পাখি ও টাইম লাইন। ছোট পাখিটা আমার মনে হয় ভালো। লাইফ ইন্স্যুরেন্স-এর রেসপন্স ভালো। আমার মনে হয় একটু আলাদা। অন্য নাটকগুলো দেখব বলে তালিকা করে রেখেছি।

দেখার জন্য নাটক বাছেন কীভাবে? শিল্পী না পরিচালক দেখে?
টিজার, ট্রেলার দেখে, গল্প শুনে, কারও কাছ থেকে ধারণা নিয়ে। এবারের তিনটা নাটক দেখার ইচ্ছা—ইফতেখার আহমেদ ফাহমির কিংকর্তব্যবিমূঢ়, মিজানুর রহমান আরিয়ানের কেস ৩০৪০ এবং আশফাক নিপূনের ফেরার পথ নেই। ৩০৪০-তে আমার ছোট্ট একটা অতিথি চরিত্র আছে।

কলকাতায় যাওয়ার পর আপনাকে নিয়ে আবার গুঞ্জন শুরু হয়েছে।
এখন থেকে যতবার কলকাতায় যাব, গুঞ্জন হবে।

সৃজিতকে নিয়ে গুঞ্জন কেন?
ভক্তদের বলতে চাই, আমি লুকোছাপা করার মানুষ নই। কিছু হলে আমি নিজেই জানাব। আমি ও সৃজিত খুব ভালো বন্ধু। একসঙ্গে আড্ডা দিই, ঘোরাঘুরি করি।

বন্ধুত্ব মানে বন্ধুত্বই। লবণ দিয়ে, চিনি দিয়ে বন্ধুত্বের কী আছে?

কলকাতায় মিউজিক ভিডিও করলেন, ছবি করার সম্ভাবনা আছে? সৃজিতের সঙ্গে এ নিয়ে কোনো আলাপ হয়েছে?
বন্ধুর সঙ্গে কাজের কোনো কথা হয় না। আর ছবির কথা আমি বাংলাদেশেও ভাবি না। কারণ, আমার একটা ফুলটাইম চাকরি আছে।

শেষ তিন প্রশ্ন
আপনার সবচেয়ে বড় সমালোচক কে?
মা-বাবা।

দ্বৈত কণ্ঠে গাইলে পুরুষ সহশিল্পী হিসেবে কাকে চাইবেন?
অর্ণবকে।

মেয়ে বড় হয়ে কী হলে খুশি হবেন?
যেটাই হোক, সেখানে যেন তার পদচিহ্নটা রাখতে পারে, তাতেই আমি খুশি।