Entertainment মিয়া খলিফা এখন কী করছেন? By abc on Nov 19, 2018Nov 23, 2018 মিয়া খলিফাকেউ যদি বলেন মিয়া খলিফা নামটির সঙ্গে তিনি পরিচিত নন, তাহলে হয় তিনি মিথ্যা বলছেন, নতুবা তিনি ইচ্ছে করেই মুখে কুলুপ এঁটেছেন। একটি ওয়েবসাইট বলছে, মাত্র চার বছর আগেই এক নম্বর আকর্ষণীয় ব্যক্তির তালিকায় মিয়া খলিফার নাম উঠেছিল।মিয়া খলিফা লেবাননের বৈরুতে জন্মগ্রহণ করেন। পরে তাঁর পরিবার যুক্তরাষ্ট্রে চলে যায়। তাঁর আসল নাম মিয়া কালিস্তা, পরে তিনি এ নাম পরিবর্তন করেন।কলাবিদ্যায় পড়েছেন মিয়া খলিফা। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক করেন তিনি। স্নাতক শেষে তিনি একটি ফাস্ট ফুড রেস্তোরাঁয় কাজ শুরু করেন। সেখানেই এক ক্রেতা তাঁকে পর্ন ছবির দুনিয়ায় যাওয়ার প্রস্তাব দেন।তবে মিয়ার পছন্দে খুশি হতে পারেননি তাঁর পরিবার। পর্ন ইন্ডাস্ট্রিতে যাওয়ার পর পরিবারের লোকজন তাঁর সঙ্গে কথাও বলেননি। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মিয়া, কিন্তু পরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। এতে মা-বাবা ও নিজ দেশের মানুষ তাঁর ওপর ক্ষুব্ধ হন। ২০১৫ সালের শুরুর দিকে মিয়া খলিফা একটি ভিডিও প্রকাশ করেন, তা নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক তৈরি হয়। এ ভিডিওতে তিনি হিজাব পরে ছিলেন। এর পরই তিনি পর্নহাবের এক নম্বর তারকা হয়ে ওঠেন। কিন্তু লেবাননের মানুষ এর সমালোচনা করেন। এর পর লেবানন ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মৃত্যুর হুমকি দেওয়া হয় তাঁকে।ধীরে ধীরে মিয়া খলিফা হয়ে ওঠেন ইন্টারনেট সেনসেশন। অবিরাম মৃত্যুর হুমকি পাওয়ার পর তিনি পর্ন দুনিয়া ছেড়ে দেন। মাত্র তিন মাস তিনি এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন।বর্তমানে ফ্লোরিডার মিয়ামিতে স্বামীর সঙ্গে বসবাস করেন মিয়া খলিফা। তাঁদের সঙ্গে রয়েছে দুইটি কুকুর। সূত্র : আজ কি খবর Post Views: 2,670 Related posts: বিয়ের পর প্রথম বোল্ড ছবি শেয়ার করলেন শুভশ্রী ! বিন্দুর স্বামীর সঙ্গে মডেল সুজানার সম্পর্ক? রচনা ! এই লুকে আগে দেখেছেন? ‘ বিকিনি পরতে জোর করেন পরিচালক’ রোজ আমাকে চেপে জড়িয়ে ধরত : কঙ্গনা সাবিলা নূর চলচ্চিত্রে এসেছেন তনুশ্রী ‘ড্রামা কুইন’, নাকি নির্যাতিতা! ‘গর্ভবতী’ প্রভা ! সালমান ও তার ভাইদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পুজার বুবলিকে নিয়ে ইস্তানবুল যাচ্ছেন শাকিব খান ‘নন্দিনী’ চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে না করিনি : নাজিরা মৌ অপূর্ব-উর্মিলা জুটির ‘মানিব্যাগটি কার?’ ‘সঠিক নেতৃত্বের অভাবেই চলচ্চিত্রে সমস্যা বেশি হচ্ছে’ : সাইমন যৌন হেনস্থার শিকার হয়েছিলেন শ্রুতি আমি সিনেমাটি নিয়ে খুব আশাবাদী : তুষ্টি ‘রোমিয়ো অ্যান্ড জুলিয়েট’ সৃষ্টি লন্ডনের এই বাড়িতেই? ’ভারত’ নিয়ে আসছে অন্য এক সালমান খান পথচলা কি ভাবে: সাফা কবির ! বরিশাইল্লা কিটো ভাইয়ের গান Dwayne Johnson is ready to shoot, wins corona battle