এ বিষয়ে শাকিব খান বলেন,‘আমি এর আগে দুবার সভাপতি ছিলাম। তখন সমিতিতে উন্নয়ন করেছি,সাধারণ শিল্পীদের পাশে দাঁড়িয়েছি। আমি মনে করি, শিল্পী সমিতিকে শুধু রং দিয়ে সাজালে হবে না, ছবির সংখ্যা বাড়াতে হবে। এ বিষয়ে আমাদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এ কারণে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’
বাংলাদেশে সিনেমার সংখ্যা কমে গেছে মন্তব্য করে শাকিব বলেন, ‘দিন দিন ছবির সংখ্যা আরো কমছে। বিভিন্ন শুটিংয়ে অযথা বাধা সৃষ্টি করা হয়। আরে শুটিং না হলে ছবি হবে কেমন করে? আমি মনে করি, এখানেও শিল্পী সমিতির ভূমিকা রাখার জায়গা রয়েছে। আমরা সব কাজ করব শুটিংকে সহযোগিতা করার জন্য।’
সাধারণ সম্পাদক পদে ডি এ তায়েবকে নিয়ে শাকিব বলেন, ‘তায়েব ভাই চলচ্চিত্র শিল্পীদের জন্য অনেক কাজ করেন। তবে তিনি তা কখনো প্রকাশ করেন না। নীরবে নিভৃতে তিনি কাজ করছেন। তিনি শিল্পীদের উন্নয়নে ভূমিকা রাখার যোগ্যতা রাখেন। তাঁর মতো একজন মানুষ আমাদের দরকার। এ কারণে তাঁকে নিয়ে নির্বাচন করার চিন্তা করছি।’
২০১৭ সালের ৫ মে বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে মিশা সওদার ও জায়েদ খান বিজয়ী হন। আগামী বছর মে মাসে সমিতির দ্বি-বার্ষিকী নির্বাচন হওয়ার কথা রয়েছে।
শাকিব খান বর্তমানে ‘শাহেন শাহ’ ছবিতে অভিনয় করছেন। শামীম আহম্মেদ পরিচালিত এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত।