Cover Story Entertainment বুবলী-শ্রাবন্তী নয়, শুভশ্রী প্রেমে মজলো শাকিব! By abc on Oct 04, 2018 শুভশ্রীঢালিউডের সুপারস্টার শাকিব খান। বাংলাদেশের পাশাপাশি পশ্চিম বঙ্গেও বেশ জনপ্রিয় এই নায়ক। সেখানের ছবিতে অভিনয় করে জয় করে নিয়েছেন কলকাতার বহু দর্শকদের হৃদয়।তার অভিনীত ছবি ‘শিকারী’, ‘নবাব’, ‘চালবাজ’ ও ‘ভাইজান এলো রে’ দেশের পাশাপাশি বাইরের দর্শকও দেখে মুগ্ধ হয়েছেন। এসব ছবিতে শাকিবের বিপরীতে কলকাতার শীর্ষ নায়িকারা কাজ করেছেন।এদিকে, ঢালিউড কিং খান শাকিব খানের বিপরীতে একের পর এক ছবিতে অভিনয় করে নায়িকাদের শীর্ষ আসন দখল করে রেখেছেন বুবলী। সম্প্রতি শাকিব খানের সঙ্গে ‘কালপ্রিট’ নামক একটি সিনেমায় কাজ শুরু করেছেন এই নায়িকা।তবে শাবিক-বুবলীর এ জুটিকে অনেকেই বন্ধুত্ব বলতে নারাজ। তাদের মতে, শাকিব-বুবলী বন্ধু নয়, তারা একে অপরের স্বামী-স্ত্রী! গত বছরের কোন এক সময়ে গোপনে বিয়ে করেছেন তারা!এদিকে, সম্প্রতি কলকাতার কালারস বাংলা চ্যানেলে প্রকাশ পেয়ে শাকিব খানের অভিনীত ছবি ‘চালবাজ’। আর এ ছবিতে ঢালিউড সুপারস্টারের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয নায়িকা শুভশ্রী। তবে নিন্দুক বলে কথা! আর তাই চালবাজ ছবিতে শাকিবের সঙ্গে শুভশ্রীর কিছু ঘনিষ্ঠ দৃশ্যে নিয়েও সমালোচনা করতে কম দেখা যায়নি তাদের। এমন কী অনেকের মতে, বুবলীকে ছেড়ে এবার শুভশ্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন টালিউডের এ শাহেনশাহ।এর আগে শাকিব খানের সঙ্গে জুটি বেধে ‘ভাইজান এলো রে’ ছবিতে কাজ করেছেন অপর বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। আর তখনই শাকিব খানের সঙ্গে শ্রাবন্তীর প্রেম আছে বলে মন্তব্য করেছেন অনেকে।তবে বরাবরের মতো এবারো নিন্দুকে কথায় কান দিচ্ছেন না শাকিব খান। নিজের ভক্তদের ভাল ছবি উপহার দেয়ার জন্য কাজ করে যাচ্ছেন তিনি। Post Views: 2,468 Related posts: এশিয়ার সেরা আবেদনময়ী হলেন প্রিয়াঙ্কা চোপড়া মান্নার ভক্তের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ‘অন্তর জ্বালা’ কণকণে শীতে শ্যুটিং নিয়ে যা বললেন তারকারা আবারও মিথিলাকে তাহসানের বিয়ের প্রস্তাব! বিয়ে না করার কারণ জানালেন ক্যাটরিনা বৃষ্টি মানেই ভালোবাসা নয় : জয়া আহসান দীপিকা পাড়ুকোনের মুম্বইয়ের আবাসনে ভয়াবহ আগুন! চলচ্চিত্রে সায়রার অভিষেক! ফের একসঙ্গে শাকিব-অপু! নতুন বছরে দুই বাংলার প্রেক্ষাগৃহে সোহানা সাবা বছরের আলোচিত ছয় বিচ্ছেদ নতুন উষ্ণ দৃশ্যে প্রিয়ঙ্কা সরকার ‘হার্টথ্রব’ রোশানের সঙ্গে আসছেন ‘ড্রিমগার্ল’ অধরা হিরো আলমের সঙ্গে সংসার করতে চান স্ত্রী সুমি, আদালতে জামিন আবেদন ‘দর্শকরা আমাকে এবার নতুনভাবে দেখবেন’ : বুবলী ক্যান্সারের গল্প নিয়ে আসছেন জয়া সাহসী লুকে মন্দনা করিমি শাড়ি ছেড়ে সুইমস্যুটে দিতিপ্রিয়া ! স্বামীর নারী ভক্তদের জ্বালায় অতিষ্ঠ মুমতাহিনা টয়া It’s a Big Turning Point for Me: Amanda Seyfried