পরিচালক রাজ চক্তবর্তীর সঙ্গে গত বছরের মে মাসে বেশ ঘটা করেই বিবাহবন্ধনে আবদ্ধ হন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। বিয়ের আগে নায়িকার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘হনিমুন’। আর বিয়ের পর প্রথম ছবি হিসেবে ২১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘রসগোল্লা’। এছাড়া আর তেমন কোনো কাজ করছেন না তিনি। এদিকে সিনেমায় কাজ করার চেয়ে বিবাহিত জীবন বেশ উপভোগ করছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি নাকি ইচ্ছে করেই কোনো কাজ নিচ্ছেন না হাতে। ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, আসলে আমি এই সময়টা এনজয় করছি। বিয়ের পরের জীবনের স্বাদটাই ভিন্ন। সে কারণেই কাজ করছি না। নেক্টট ইয়ার থেকে আবার কাজ শুরু করব।
বিয়ের পর প্রথম ক্রিসমাস আসছে রাজ-শুভশ্রীর জীবনে। উপলক্ষটা খুবই স্পেশ্যাল শুভশ্রীর কাছে। কারণ ‘রসগোল্লা’ মুক্তির দিনই মুক্তি পাবে রাজ চক্রবর্তীর ছবি ‘অ্যাডভেঞ্চারস অব জোজো’। অর্থাৎ বক্স অফিসে মিয়া-বিবির সহাবস্থান। তবে এটাকে লড়াই হিসেবে দেখতে নারাজ শুভশ্রী। বরং সৃষ্টিকর্তার আশীর্বাদ হিসেবে দেখতে চান নায়িকা।