শ্রাবণ্য তৌহিদার নাটক : ৪টি জনপ্রিয় নাটক

বাংলাদেশের অভিনয় জগতের একটি পরিচিত নাম শ্রাবণ্য তৌহিদা। তিনি একজন মডেল, অভিনেত্রী এবং উপস্থাপিকা হওয়ার পাশাপাশি একজন চিকিৎসকও। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। খুব বেশি নাটকে দেখা যায়নি এই অভিনেত্রীকে। মূলত উপস্থাপনা দিয়েই জয় করেছেন দর্শকের মন। এখনো পর্যন্ত অল্প কয়েকটি নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। শ্রাবণ্য তৌহিদার নাটক এর মধ্যে রয়েছে  –

 

শ্রাবণ্য তৌহিদার নাটক : দৌড়ের উপর প্রেম

তুহিন হোসেনের পরিচালনায় এবং শাহরিয়ার শাকিলের প্রযোজনায় শ্রাবন্য তৌহিদার অভিনীত প্রথম নাটক দৌড়ের উপর প্রেম। এ নাটকে শ্রাবন্যর বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকটি মুক্তি পেয়েছে ২০১৬ সালে। নাটকটি একইসাথে রোমান্টিক এবং হাস্যরসে পূর্ণ। সম্পূর্ণ নাটকটি দেখতে চাইলে নিচের লিংকে প্রবেশ করুন –

https://youtu.be/5EmnASTQKyU

 

 

শ্রাবণ্য তৌহিদার নাটক : প্রিয় ডাকবাক্স

ডিজিটাল এই যুগে মুঠোফোনের এবং ভার্চুয়াল জগতে আড়লে হারিয়ে গেছে ডাকবক্স এবং চিঠির মতো বিশেষ জিনিসগুলো। চিঠি এবং ডাকবাক্সের মাধুর্যতার বার্তা দিতেই নির্মিত হয়েছে এই বিশেষ নাটকটি।

রুদ্র হকের রচনায় এবং মাহমুদ দিদারের পরিচালনায় এই নাটকে শ্রাবন্য তৌহিদার বিপরীতে অভিনয় করেছেন নবীন অভিনেতা খায়রুল বাশার। এছাড়াও মূখ্য চরিত্রগুলোর মধ্যে একটিতে অভিনয় করেছেন দিলারা জামান। নাটকটি দেখতে চাইলে নিচের লিংকে প্রবেশ করুন –

 

শ্রাবণ্য তৌহিদার নাটক : বিয়ের কয়েকদিন আগে

বাংলাদেশের খ্যাতিমান লেখক ইমদাদুল হক মিলনের লেখা ‘ বিয়ের কয়েকদিন আগে ‘ গল্পের আলোকে নির্মিত হয়েছে এই নাটকটি। নাটকটি পরিচালনা করেছে নূর আনোয়ার হোসেন।

এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে ছিলেন শ্রাবন্য এবং সজল এছাড়াও আরও অভিনয় করেছেন রিয়াদ, মেহরিমা, ফকরুল বাশার, মিলি বাশার।

শ্রাবন্যর বিয়ের বাকি কয়েকদিন মাত্র। এরমাঝেই একদিন বাড়িতে আলপনা দিতে আসেন সজল। এরপরেই শ্রাবন্য এর সজলের মাঝে তৈরি হয় কিছু ভালোলাগার মূহুর্ত এবং এরপর কি হলো জানতে চাইলে পুরো নাটকটি দেখুন নিচের লিংকে –

 

শ্রাবণ্য তৌহিদার নাটক : ভাঙনের পর

রুদ্র হকের রচনায় এবং রইসুল তমালের রচনায় ২০২১ সালে মুক্তি পেয়েছে ভাঙনের পর নাটকটি। এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্য তৌহিদা এবং ইরফান সাজ্জাদ।

বৈবাহিক জীবনের খুনশুনি, ভালোবাসা, ভালো না থাকা এবং চমকে দেয়ার মতো সমাপ্তি সব মিলিয়েই নাটকি দর্শকের মন কেড়ে নিতে বাধ্য। পুরো নাটকটি দেখুন এই লিংকে প্রবেশ করে –

 

 

নাটকশ্রাবণ্য তৌহিদা