এ বিষয়ে সায়রা বলেন, বাস্তবধমীর্ গল্প ও চরিত্র আমার পছন্দের। প্রতিটি মানুষের জীবনেই একটা গল্প থাকে। প্রত্যেকে তার কাছে নায়ক বা নায়িকা। ফলে চরিত্রটি একদিকে যেমন চ্যালেঞ্জ ছিল, আবার অভিনয় করে নিজের কাছেও মনে হয়েছে আমি কিছু একটা করতে পেরেছি।
তিনি আরও বলেন, আন্তজাির্তক একটা ইস্যু নিয়ে ‘জন্মভূমি’ ছবিটি। আর এখানে কেন্দ্রীয় চরিত্রে কাজের সুযোগটা আমার কাছে স্বপ্নের মতো ছিল। আমার মধ্যে একটা বিষয় কাজ করত যদি নিজের সেরাটা দিয়ে অভিনয় করি। ছবিটি মুক্তির পর শরণাথীের্দর মানুষের মনে ভাবনা তৈরি হয়। এটাই আমার জীবনের সাথর্কতা।
‘জন্মভূমি’ ছবিতে সায়রার সঙ্গে আরও অভিনয় করেছেন রওনক হাসান, সঙ্গীতা চৌধুরী, অঙ্কন চাকমা, জয়নাল জ্যাক, পামেলা কেচার, নাসির উদ্দিনসহ অনেকে।