শুধুমাত্র খবরের শিরোনামে আসার জন্য কী না করেন সোফিয়া হায়াত। এবার সোশ্যাল মিডিয়ায় নিজের নগ্ন ছবি শেয়ার করলেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন ‘এড়ফ রং নবুড়হফ ংযধসব’। সোফিয়ার অবশ্য অন্য দাবি। তাকে নাকি কয়েকদিন আগেই কিছু ছোকরা জিজ্ঞেস করেছিল একরাতের জন্য কত নেবেন? আর তাতেই তিনি তাদের পাঠ দিতে এই নগ্ন ছবি শেয়ার করেছেন। ট্রোলডও হয়েছেন। সেই সঙ্গে সোফিয়া দুষেছেন মেয়েদের। তার কথায়, মেয়েদের সর্বনাশের জন্য মেয়েরাই দায়ী।
মেয়েরাই মেয়েদের নিয়ে বডি শেমিং করে, নোংরা কথা বলে, মেয়েরাই ছেলেদের মন বিষিয়ে দিচ্ছে। আমরা যাদের পুজো করি তারাও মেয়ে। কই তাদের নগ্ন রূপ নিয়ে তো কেউ আলোচনা করার সাহস পান না? তাহলে বাকিদের নিয়ে কেন হবে? এসব বলেই নতুন করে ইন্টারনেটে উষ্ণতা ছড়াতে চেয়েছেন সোফিয়া।
Post Views: 1,270