লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে ২০০৬ সালে শোবিজে আসেন। বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান নাফিজা জাহান। ২০১৩ সালে বিয়ে করে উড়াল দেন আমেরিকা। গত পাঁচ বছরে শোবিজে আর দেখা যায়নি তাঁকে। গত মাসে দেশে ফিরেছেন ‘৪২০’ ধারাবাহিকের এই অভিনেত্রী। যোগাযোগ করেন পুরনো সহকর্মীদের সঙ্গে। শুধু তাই নয়, আবার অভিনয়ে ফিরছেন বলেও জানালেন। ১১ ও ১২ সেপ্টেম্বর একটি নাটকের শুটিং করবেন তিনি। সঞ্জিত চৌধুরীর নাটক ‘শেষ দেখার পরে’তে তাঁর বিপরীতে অভিনয় করবেন মীর সাব্বির।
নাফিজা বলেন, ‘দীর্ঘ বিরতির পর অভিনয় করতে যাচ্ছি, আমি খুবই এক্সাইটেড। পাণ্ডুলিপি হাতে পেয়ে অবশ্য ভয় লাগছে। মনে হচ্ছে, স্পটে গিয়ে সব ভুলে যাব! আগে পাণ্ডুলিপি পেলেই বুঝে যেতাম আমার চরিত্র কেমন, নিজেকে কিভাবে উপস্থাপন করতে হবে। অথচ এখন সব কিছু গুলিয়ে ফেলছি। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’ জানালেন, আরো একটি নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। তবে চূড়ান্ত কথা দেননি। ১৩ অক্টোবর ফিরে যাবেন আমেরিকায়।
Post Views: 2,005