Cover Story Health and Lifestyle শিশুকে কেন কুমড়োর বীজ খাওয়াবেন? By abc on Jun 11, 2018Apr 07, 2019 কুমড়োর বীজকুমড়োর বীজ ভেজে খাওয়াটা একসময় গ্রামবাংলার ঐতিহ্যই ছিল। এখন সেটাকে অভ্যাস বানানোর পরামর্শ দিচ্ছেন ডাক্তররা। বিশেষ করে বাড়ন্ত শিশুর খাবারের তালিকায় কুমড়োর বীজ যেন থাকে, সেদিকেই জোর দিচ্ছেন তারা।মগজের বিকাশকুমড়োর বীজে প্রচুর ওমেগা-৩ ও ওমেগা-৬ ফ্যাটি এসিড আছে। শিশুর মস্তিষ্কের বিকাশে যা দারুণ কাজে আসে।ভাল ঘুমশিশুদের বিকাশে ঘুম অপরিহার্য। কুমড়োর বীজে আছে ট্রিপটোফান। যা শরীরে সেরোটনিন হরমোনের নিঃসরণ বাড়ায়। এই হরমোনটি প্রাকৃতিক ঘুমের বড়ির কাজ করে। ব্যাকটেরিয়া রোধীশিশুর নাজুক শরীরে এস. অরিয়াস, ই কলাই কিংবা ব্যাসিলাস-এর মতো ক্ষতিকর ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকাতে পারে কুমড়োর বীজে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান।লিভার ও ব্লাডারের উপকারপ্রস্রাব সংক্রান্ত জটিলতা দূর করতে পারে কুমড়োর বীজে থাকা তেল। বিশেষ করে ব্লাডারের চাপ কমাতে এটি সহায়ক। অন্যদিকে লিভারকেও শক্তিশালী করে।ভিটামিন ও খনিজঅ্যান্টি-অক্সিডেন্ট থেকে শুরু করে জিংক, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফসফরাসের দারুণ ভা-ার এই কুমড়োর বীজ। আবার প্রতি ১০০ গ্রাম বীজে আছে ৩০ গ্রাম প্রোটিন। আছে ক্যালসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, বি-৬, ফোলেট, ভিটামিন-এ, কে ও রিবোফ্লাভিন। Post Views: 1,631 Related posts: দুধের সাথে একটু দারচিনি পেঁপের মধ্যে আছে বহুগুণ মুখের দুর্গন্ধ দূর করার উপায়গুলো জানেন কী? কখন কোথায় কী দেখুন পুষ্টিবিদরা পুষ্টি শোষণ ক্ষমতা সম্পর্কে ঠিক কী বলছে ফ্রুট ফেসপ্যাক নিয়ে দুচার কথা প্রতিদিন সকালে ডিম খাওয়ার এত গুণ! এবার খাওয়া যাবে লিপস্টিক ! স্বাস্থ্য টিপস : হিমোগ্লোবিন বেশি? সতর্ক না হলে এ সব মারাত্মক ক্ষতির শিকার হবেন গরম বাড়ছে, গবেষণা বলছে তরমুজ-ই মুশকিল আসান! ওজন কমাতে রোজ খান একটি কলা জেনে নিন ৫ রকমের হৃদরোগ ফল কম খাওয়ায় অকাল মৃত্যু হচ্ছে বাংলাদেশিদের : গবেষণা চিনির তৈরি পানীয় মৃত্যু ডেকে আনতে পারে Foods that will prevent stroke ঢকঢক করে পানি পান করে ডেকে আনছেন মারাত্মক বিপদ Does dying hair causes damage? করলার পাঁচ রেসিপি Aloe vera as highlighter Cycling can cure these diseases