কমলা দিয়ে রূপচর্চা Beauty care by Orange

FacebookTwitterEmailShare
  • শীতের রুক্ষতায় ত্বক নিষ্প্রাণ হয়ে গেছে? এক টেবিল চামচ কমলার রসের সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের রক্ত সঞ্চালন ভালো হবে, ত্বক উজ্জ্বল হবে।
  • কমলায় আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, তাই ত্বকের বলিরেখা কমায়। ব্রণের জীবাণুর বিরুদ্ধে কাজ করে এটি। কমলার খোসা রোদে শুকিয়ে গুঁড়া করে এয়ারটাইট বয়ামে রাখুন। এক চামচ খোসা গুঁড়ার সঙ্গে এক চামচ মসুর ডালের গুঁড়া ও কয়েক ফোঁটা টি-ট্রি অয়েল মিশিয়ে প্যাক বানান। সপ্তাহে তিন দিন রাতে ঘুমানোর আগে ত্বকে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ব্রণ কমে যাবে।
  • বাইরে থেকে ফিরে মুখের ত্বক পরিষ্কার করতে কমলার রস দারুণ কাজে দেয়। এক টেবিল চামচ কমলার রসের সঙ্গে বেসন মিশিয়ে ত্বকে লাগান। হালকাভাবে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
  • উপটানের সঙ্গে কমলার খোসার গুঁড়া, এক চামচ চালের গুঁড়া ও পরিমাণমতো টকদই মিশিয়ে বানিয়ে নিন ঘরোয়া বডি স্ক্রাবার। গোসলের আগে এই স্ক্রাবার সারা শরীরে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করে ম্যাসাজ করে নিন। এরপর সাধারণ পানি দিয়ে গোসল করুন।
beautyglamourlifestyle