Cover Story Health and Lifestyle ক্যান্সারের ঝুঁকি নন-স্টিক বাসনে, বাড়ায় বন্ধ্যাত্ব! By abc on Jun 13, 2019 নন-স্টিক বাসনে ক্যান্সারের ঝুঁকি!কম তেলে রান্না করার ক্ষেত্রে এখন বেশির ভাগ মানুষেরই ভরসা নন-স্টিক বাসন-কোসন। কিন্তু সাম্প্রতিক একটি গবেষণায় সামনে এসেছে অত্যন্ত চাঞ্চল্যকর একটি তথ্য। ক্যান্সারের মতো মারণ রোগের আশঙ্কা বাড়াচ্ছে নন-স্টিক বাসনে রান্না করা খাবার-দাবার!মার্কিন স্বাস্থ্য বিষয়ক পত্রিকা ‘জার্নাল অব ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজম’-এ (The Journal of Clinical Endocrinology and Metabolism) প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, নন-স্টিক বাসনপত্র তৈরি হয় ‘পারফ্লুওরোয়ালকাইল কম্পাউন্ড (পিএফসি)’ নামের এক ধরনের রাসায়নিক উপাদান দিয়ে। এই রাসায়নিক উপাদানটিকেই আমাদের স্বাস্থ্যহানির জন্য দায়ি করেছেন একদল ইতালীয় গবেষক। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা ‘দ্য এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি’ (ইপিএ) এই রাসায়নিক উপাদানটিকে ‘কার্সিনোজেনিক’ বলে চিহ্নিত করেছে। অর্থাৎ, এই উপাদানটি ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ানোর ক্ষেত্রে অনেকটাই দায়ি। মার্কিন বিজ্ঞানীদের দাবি, এই রাসায়নিক উপাদানটি শুধু ক্যান্সারই নয়, থাইরয়েড বা বন্ধ্যাত্বের মতো একাধির স্বাস্থ্য সমস্যার জন্য দায়ি। ইতালির একটি হাই স্কুলের ৩৮৩ জন ছাত্রের উপর সমীক্ষা চালিয়ে ২১২ জনের রক্তে পিএফসির অস্তিত্ব মিলেছে। এর ফলে ২১২ জনের যৌনাঙ্গের আকৃতি বদলে গিয়েছে। প্রভাবিত হয়েছে তাঁদের প্রজনন ক্ষমতাও। এই সব রোগের ঝুঁকি এড়াতে স্টেনলেস স্টিল, লোহা বা সেরামিকের বাসনে রান্নার পরামর্শই দিচ্ছেন তাঁরা। অর্থাৎ, পুরনো অভ্যাসেই ফিরে গিয়ে কম তেলে রান্নার পরামর্শ দিচ্ছেন গবেষকরা। Post Views: 1,897 Related posts: ডায়াবেটিস এর বিরুদ্ধে লড়াই করবে যে খাবারগুলো সৌন্দর্য ধরে রাখতে ভেষজ উপায়ে চুল পড়া বন্ধ করুন স্বাস্থ্যকর খাবার এর সহজ রুটিন, পরিবর্তন বুঝতে পারবেন তিন দিনেই আমলকির ভেষজ গুণ বেদানার উপকারগুলো জানলে রোজই খাবেন বাদাম খাবেন উপকারগুলো আগে জেনে নিন উপকারগুলো জেনে খেঁজুর খান সারা বছর রোজ মাঝরাতেই কি ঘুম ভেঙে যাচ্ছে? জেনে নিন সমাধান ধূমপান ছাড়াও এই কারণগুলি ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় বহুগুণ! অকাল গর্ভপাতের ঝুঁকি এড়াতে পাতে রাখুন এই খাবারগুলি কান্না চেপে রাখেন? এই অসুখের কবলে পড়তে পারেন আপনিও টুথব্রাশ হোক বা বালিশ, জানেন কত দিন অন্তর এগুলি বদলে ফেলা উচিত? ডায়েটে থাকুক নানা রং-এর ফল হার্টের অসুখের ঝুঁকি থেকে বাঁচতে এই পাঁচটি পরামর্শ মেনে চলুন ডায়াবেটিস থেকে মুক্তি পেতে মেনে চলুন কিছু নিয়ম রাশিফল জেনে নিন কেমন যাবে আজকের দিনটি ডায়াবেটিস বিশেষজ্ঞ : ডাক্তারদের চেম্বার ঠিকানা ও ফোন নম্বর ফল খাওয়ার পর পানি পান করা কি ঠিক? গর্ভবতী মায়েদের সেরা ১০ টি খাদ্য ! এই ৫টি নিয়ম মেনে চলুন, দূরে থাকবে কিডনির সমস্যা