জেনে নিন তিনটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস

স্বাস্থ্য টিপস ১

কভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার পর শরীরে কয়েকদিন কিছুটা ব্যথা অনুভব হতে পারে। খুব বেশি সমস্যা হলে ডাক্তারের পরামর্শে এসিটামিনোফেন বা আইবুপ্রোফেন সেবন করতে পারেন। তবে দিনে ৩০০০ মি.গ্রা. এর বেশি নয়।–ডা. মো. নুরুজ্জামান

 

স্বাস্থ্য টিপস ২

কভিড-১৯ বা জ্বর থেকে সেরে ওঠার পর সাধারণত মুখের রুচি থাকে না। রুচি ফেরাতে খেতে পারেন দুধ, দই, পনির, মিল্কশেক। সঙ্গে জাউ ভাত, সাবু দানার মতো সহজপাচ্য খাবার। এ ছাড়া খাবারের আগে ও পরে সঙ্গে সঙ্গে পানি খাবেন না। তেজপাতা সেদ্ধ পানিতে কুলকুচা করতে পারেন।-পুষ্টিবিদ সোনিয়া আহমেদ

স্বাস্থ্য টিপস ৩

টয়লেট ফ্লাশিং ৬ ফুট দূর পর্যন্ত রোগজীবাণু ছড়িয়ে দিতে পারে। এতে ফ্লাশ করার সময় আপনার নিশ্বাসের সঙ্গে ঢুকে যেতে পারে জীবাণু। তাই টয়লেট ব্যবহারের আগে ও ফ্ল্যাশ ব্যবহারের আগে টয়লেটের ঢাকনাটি অবশ্যই নিচে নামিয়ে ফ্লাশ করবেন।