জেনে নিন টুথপেস্টের কিছু টিপস

ত্বকের পরিচর্যায় টুথপেস্ট

সামান্য টুথপেস্ট কটন বাডে নিয়ে ব্রণের ওপর লাগিয়ে রাখুন সারারাত। সকালে পানি দিয়ে ধুয়ে ফেলুন। টুথপেস্টের অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ব্রণ সারাতে সাহায্য করে। নাকের ব্ল্যাকহেডস দূর করতেও কার্যকর টুথপেস্ট। নাকের ওপরে কিছুক্ষণ টুথপেস্ট লাগিয়ে রেখে স্ক্রাবার দিয়ে হালকা ঘষে ধুয়ে ফেলুন। ব্ল্যাকহেডস কমে যাবে।

কাপড়ের দাগ ওঠাতে টুথপেস্ট

কাপড়ে কলমের কালি বা লিপস্টিকের দাগ লেগে গেলে দাগের ওপর টুথপেস্ট লাগিয়ে রাখুন কিছুক্ষণ। পরে পানি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করুন। দাগ হালকা না হলে আবার এ পদ্ধতি অবলম্বন করুন। সবশেষে সাবান পানি দিয়ে ধুলে দাগ পরিষ্কার হয়ে যাবে।

গহনা পরিষ্কার করবে টুথপেস্ট

রুপার গহনা কয়েক দিন ব্যবহারেই কালো হয়ে যায়। ব্যবহারের আগে নরম টুথব্রাশে টুথপেস্ট লাগিয়ে দাঁত ব্রাশ করার মতো করে ঘষে ঘষে পরিষ্কার করুন। গহনা নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে। ব্যবহারের পর গহনা টিস্যু দিয়ে মুড়িয়ে জিপলক ব্যাগে ভরে রাখুন। দীর্ঘদিন নতুনের মতো থাকবে। একইভাবে হীরার গহনাও পরিষ্কার করতে পারেন টুথপেস্ট দিয়ে।

জিনিসপত্র পরিষ্কার

অনেক দিন ব্যবহারে চা-কফির মগে দাগ পড়ে যায়। বাসন মাজার স্ক্রাবারে খানিকটা টুথপেস্ট লাগিয়ে ঘষুন। দাগ উঠে যাবে। খাবার টেবিলে গরম পাত্র রাখলে কাঠের ওপর এক ধরনের দাগ পড়ে। সুতি কাপড়ে সামান্য টুথপেস্ট লাগিয়ে দাগের ওপর ঘষে ঘষে পরিষ্কার করে ফেলুন।

রান্নাঘর পরিষ্কার করবে টুথপেস্ট

রান্নাঘরের সিঙ্কে পানির দাগ পড়ে হলুদ হয়ে যায়। টুথপেস্ট দিয়ে এই দাগও দূর হবে। একইভাবে বেসিন বা বাথরুমের পানির কলের দাগ দূর করতেও ব্যবহার করুন টুথপেস্ট।

healthlifehackstips