জেনে নিন বিভিন্ন ফলের বিস্ময়কর তথ্য
জামাল হোসেন: পুরো পৃথিবী জুড়ে নানা রকমের ফল আছে। এক এক ফলের এক এক রকমের পুষ্টিগুণ এবং উপকারিতা আছে। আরও আছে কিছু অজানা তথ্য যা আমরা জানি না। আসুন আজ জেনে নি সেই সব বিস্ময়কর তথ্য-
· স্ট্রবেরি আসলে একটি ফল না, কলা একটি ফল।
· ওরাংগুটান এক প্রজাতির বানর যারা আম খুব ভালোবাসে।
· আপেল পানিতে ভাসে কারণ এতে ২৫% বাতাস থাকে।
· টমেটো সবজি না একটি ফল। টমেটো পৃথিবীতে খুব জনপ্রিয় একটি ফল।
· কলায় একধরনের প্রাকৃতিক অ্যান্টিসিড প্রভাব আছে। যদি আপনার বুক বা গলাজালা করে তবে একটি কলা খেয়ে দেখতে পারেন, ফলাফল পাবেন সাথে সাথে।
· একটি স্ট্রবেরিতে গড়ে ২০০ টি বীজ থাকে।
· মিষ্টিকুমড়া ও আভোকাডো একটি ফল, সবজি না।
· ভিটামিন সি হালকা সবুজ সবজির থেকে গাড় সবুজ সব্জিতে বেশি থাকে।
· কলা সত্যিকারে একটি ফল নয়, এটি একটি ঔষধি বিশেষ।
বিস্ময়কর তথ্য বিস্ময়কর তথ্য
· যেহেতু কলা সহজে হজম হয় এবং খুবই পুষ্টিকর তাই শিশুদের প্রথম ফল হিসাবে কলা দেয়া হয়।
· ওসেজ অরেঞ্জ তেলাপকা মারতে ব্যবহার করা হয়।
· একটি আপেল গাছ বছরে ৪০০ আপেল দিতে পারে।
· বিলবেরি রাতে দেখার ক্ষমতাকে বাড়ায়।
· অনেক বছর আগে দীর্ঘ যাত্রায় পানি বহনের জন্য তরমুজ ব্যবহার করত।
· আম পৃথিবীতে সবচেয়ে প্রিয় ফল এবং এটি ১ নম্বরে আছে।
· স্ট্রবেরি ও কাজুবাদাম একমাত্র ফল যার বীজ ফলের বাইরে থাকে আর বাকি সব ফলের বীজ থাকে ফলের ভিতরে।
· কমলা লেবুর থেকে কিইউইতে ভিটামিন সি দুই গুণ বেশি থাকে।
· লন্ডনে একটি নতুন গবেষণা বলছে, প্রতিদিনের খাদ্যের মধ্যে ফল ও সবজি থাকলে তা প্রায় অর্ধেক গর্ভপাতের সম্ভাবনা কমিয়ে দেয়।
· ১৯ শতকের শুরুর দিকে ব্রিটিশ নাবিকেরা স্কারভি থেকে বাঁচতে লেবু খেতেন।
· পৃথিবীতে প্রায় ৭০০০ রকমের আপেল জন্মায়।
https://www.youtube.com/watch?v=AoO_iZhlnGs&fbclid=IwAR2s8NPmLkQY7s9ci7hiuSfQHOhqCueQVIB3MLBYpkUpwWxltvFhJUSFyTQ
Post Views: 3,630