মাথার উকুন থেকে বাঁচতে ৮টি টিপস
মাথার উকুন থাকা মাঝে মাঝে লজ্জার বিষয় হয়ে দাড়ায়। দেখা গেছে আপনি সেজেগুজে কোথাও বের হয়েছেনে। আর আপনার কাদ বেয়ে নেমে আসল একটি উকুন। যা কিনা আবার অন্য কেউ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। তাই এমন লজ্জা থেকে বাঁচতে হলে নিচের টিপসগুলো মেনে চুলন।
১। মাথায় উকুন হলে নিমতেল লাগান। নিয়মিত নিমতেল লাগালে যদি মাথা গরম হয়ে যায় বা জ্বালা করে তাহলে নিমফলে রস নিঙড়ে মাথায় লাগাতে পারেন।
২। রসুনের রস আর লেবুর রস মিলিযে রাত্রে মাথায় ঘষে ঘষে লাগান, সকাল বেলায ভালো সাবান দিযে মাথা ধুযে ফেলুন। তিন চার দিন এভাবে করলে উকুন উধাও হয়ে যাবে।
৩। বাউতার শাক সিদ্ধ করা পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন। উকুন ধীরে ধীরে চলে যাবে।
৪। তিন-চার লিটার পানিতে দুটি লেবুর রস নিঙড়ে নিন। তারপর প্রত্যেক দিন ঐ পানিতে মাথা ধুযে ফেলুন। প্রতিদিনই তিনচার লিটার পানিতে এভাবে মাথা ধুলে এক সপ্তাে উকুন থেকে উদ্ধার পাবেন।
৫। চিনি ও লেবুর রস মাথায় মাখুন। ঘন্টা দুই পরে চুল ধুয়ে নিন। মাথা পরিষ্কার হয়ে যাবে।
৬। লেবুর সাথে সমান বাগ সরষের তেল ও সমান ভাগ খাবার সোডা মিলিয়ে চুলে মালিশ করুন। তারপর ধুয়ে ফেলুন। উকুন ও নিকি থেকে উপকার পাবেন।
৭। চুল সেট করতে গিয়ে দেখলেন ল্যাকার শেষ হয়ে গেছে। কোন ব্যপার নয়। পানি ফুটিয়ে তাতে এক চামচ চিনি দিয়ে শিরা তৈরি করে নিন। এবার এটা ল্যাকারের পরিবর্তে চুলে লাগান। চুল সেট থাকবে।
৮। চুল গড়া ডাঁসা পেয়ারার রস খোলা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে লাগাতে হবে। অতিরিক্ত হবার কমে চুল ওঠে একবার। গোসল করার সময ঠাণ্ডা পানিতে ভালো করে রিটা ফল দিয়ে শ্যাম্পু করে নেবেন।