এমনই বিষয়টি উঠে এল ‘স্পাইনাল কর্ড সোসাইটি অব ওয়েস্ট বেঙ্গল’ আয়োজিত রবিবারের এক সভায়। আলোচনায় উঠে আসে, দুর্ঘটনাস্থল থেকে আহতকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া, পরে স্নায়ুর চিকিৎসা শুরু করা এ সব নিয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ নেই। যার জেরে অনেক সময়ে দুর্ঘটনা বড় না হলেও আঘাতের পরিমাণ বেড়ে যায়।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক চিকিৎসক মৌলিমাধব ঘটক বলেন, ‘‘রোগীদের ভোগান্তি কমাতে এ নিয়ে সমন্বয় ও প্রশিক্ষণ বাড়াতে হবে। পাশাপাশি, অস্ত্রোপচার পরবর্তী থেরাপি নিয়ে সচেতনতা বাড়াতে হবে। এ দেশে স্নায়ুর চিকিৎসায় প্রয়োজনীয় থেরাপির সুযোগ কম জায়গায় আছে। তাই সরকারি স্তরেও এ নিয়ে পরিকল্পনা জরুরি।’’ আলোচনায় অংশগ্রহণকারী স্নায়ুশল্য চিকিৎসক সুদীপ্ত চট্টোপাধ্যায় বলেন, ‘‘দুর্ঘটনা ও হাসপাতালে নিয়ে যাওয়ার মাঝে সময়ের ব্যবধান কমানো জরুরি।’’