Health and Lifestyle শিশুর স্বাস্থ্যকর টিফিন healthy tiffin for kids By abc on Dec 16, 2018Apr 07, 2019 স্বাস্থ্যকর টিফিন healthy tiffinশিশুদের টিফিনে এমন খাবারই দেয়া উচিত, যা কিনা ক্ষুধা মেটায় ও স্বাস্থ্যকর। বেশির ভাগ সময়ই দেখা যায়, টিফিন পছন্দ না হলে শিশুরা খাবারভর্তি বাটি নিয়ে বাড়ি ফেরে। অনেক সময় হয়তো স্বাস্থ্যকর খাবারই তাকে দেয়া হয়। কিন্তু নেহাত অপছন্দ বা একঘেয়ে হয়ে গেছে বলে সে আর তা খেতে চায় না। টিফিনে স্বাদ আর স্বাস্থ্য দুটোকেই যদি ধরে রাখা যায়, তাহলে মন্দ হয় না। তাই যেভাবে শিশুর টিফিনকে স্বাস্থ্যকর করবেন-ফলই হবে মজাদার: সকালবেলা টিফিন তৈরির সময় স্ট্রবেরি, কলা, কমলা, আপেল ইত্যাদি ফল ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি বাটিতে দই ও মধু একসঙ্গে ফেটে নিন। এবার আপেল, কলা ও কমলার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করুন। স্ট্রবেরি টুকরো করে নিন। ইচ্ছে হলে আঙ্গুর দিতে পারেন। এবার দইয়ের মিশ্রণটি কাটা ফলগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে টিফিনবক্সে ভরে দিন।স্বাস্থ্যকর রোল: মুরগির বুকের মাংস, ডিম, মাশরুম, ব্রোকলি, পুঁইশাক, পনির, টুনা, ছোলার ডাল ইত্যাদি দিয়ে স্বাস্থ্যকর রোল তৈরি করে দিন। ক্ষুধা নিবারক এ খাবার স্বাস্থ্যকর। ছোট ছোট তিনটি পরোটা বানিয়ে অল্প ঘি-তে ভেজে নিন। পরোটা ছড়িয়ে তার ওপর সসের প্রলেপ দিন। এবার রান্না করা মিক্সড ভেজিটেবল দিয়ে পরোটা রোল করে নিন। রোলে প্রয়োজনীয় প্রোটিনের জোগান দিয়ে সবজির সঙ্গে ডিম ও যেকোনো মাংস দিতে পারেন। ডিম খেতেই হবে: দুটি ডিম সিদ্ধ করুন। কড়াইয়ে আগের দিন রান্না করা মাংসের দু-তিন টুকরো আরেকটু কষিয়ে নিন। প্লেটে ঢেলে ঠাণ্ডা হতে দিন। ডিমের খোসা ছাড়িয়ে আড়াআড়িভাবে দুই টুকরো করে কুসুম বের করে নিন। একটি বাটিতে ডিমের কুসুম, টক দই, লেবুর রস, অল্প একটু সরিষা বাটা, লবণ ও হালকা মরিচ দিয়ে ভালোভাবে মেশান। এবার ডিমের সাদা অংশের ওপর মিশ্রণের খানিকটা দিয়ে কষানো মাংস দিন। এর পর শেষবারের মতো দই ও কুসুমের মিশ্রণ দিয়ে টিফিনবক্সে রাখুন। এবার প্যানে একটু বাটার ঢেলে দুই পিস পাউরুটি সেঁকে নিয়ে টিফিনবক্সে ভরে দিন।সবজিও হবে মজাদার: শাকসবজি দিয়ে শিশুকে স্যান্ডউইচ তৈরি করে দেয়া যেতে পারে। প্যানে ঘি অথবা বাটার ঢেলে তাতে পাউরুটি এপিঠ-ওপিঠ বাদামি করে নিন। পাউরুটির পিসগুলো তুলে রেখে একই প্যানে গোটা জিরা দিন। সঙ্গে আদা ও রসুন বাটা দিন। নাড়াচাড়া করে টমেটো কুচি ও লবণ দিয়ে ঢেকে কিছুক্ষণ চুলায় রাখুন। সিদ্ধ হয়ে গেলে গাজর কুচি, বেগুন, ক্যাপসিকাম ইত্যাদি পছন্দমতো সবজি নিয়ে রান্না করুন। সব শেষে ধনেপাতা ও পাঁচফোড়ন দিয়ে নামিয়ে ফেলুন। এবার ভাজা পাউরুটির ওপর সবজি দিয়ে আরেক পিস পাউরুটি দিয়ে ঢেকে দিন।বাদ যাবে না দুধও: স্বাস্থ্যকর খাবারের সঙ্গে শিশুকে টিফিন হিসেবে মজাদার মিল্কশেক দিতে পারেন। দুধ, ভেনিলা আইসক্রিম, চকোলেট ও চকোলেট বিস্কুট ব্লেড করে বানাতে পারেন মজাদার চকোলেটি মিল্কশেক। ফল হিসেবে শেকে যোগ করা যেতে পারে স্ট্রবেরি, কলা, আম, তরমুজ ইত্যাদি। Post Views: 1,500 Related posts: Symptoms of vitamin B-12 deficiency Hair fall may be your fault Is your child slow to speak? what you can do Water therapy in skin care 5 Extraordinary Uses of Coconut Oil নিউমোনিয়ার লক্ষণ কী নিউমোনিয়া হলে কী করবেন Dry Eye Symptoms, Diagnosis, and Remedies Why does arthritis pain occur? What to do with arthritis pain? Thalassemia : Reasons, symptoms and Treatment Severe Symptoms of Fatty Liver In Abdomen and Legs Do young people need to worry about stroke? গৃহস্থালি টিপস : পরিষ্কার-পরিচ্ছন্নতার চূড়ান্ত Tips Risk of a Fatty Heart : Heart disease in young people কম টাকায় সংসার চালানোর উপায় কী সেহরি কিংবা ইফতারে ভিন্নতা -পর্ব ১ All You Need to Know About Dengue Unlocking the Powerful Benefits of Sesame Oil মেরালজিয়া প্যারেসথেটিকা ফেলে রাখলে ভোগাবে আজীবন রূপচর্চায় নিমের ৫টি ব্যবহার ঘাড়ব্যথা হলে কী করবেন | ঘাড়ব্যথা কমানোর উপায়