অংকিতা জানান, তিন-চার বছর আগে দোলের দিন বন্ধুদের পাল্লা পড়ে ভাঙ খেয়ে ফেলেন। পরিমাণে একটু বেশিই হয়ে গিয়েছিল হয়তো। ভাঙ খাওয়ার পরে এক বন্ধুর সঙ্গে গলফ গ্রিনের বাসায় ফিরছিলেন। কিন্তু মাতাল অবস্থায় নিজের বাসা খুঁজে পাচ্ছিলেন না অংকিতা। এক পর্যায়ে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে নিজের বাসার চারপাশে ঘুরতে থাকেন। সেটা ৫-১০ মিনিট হলেও কথা ছিল; পাক্কা আড়াই ঘণ্টা তিনি নিজের বাড়ির চারপাশে ঘুরেছেন!
বিয়ের আগ পর্যন্ত সাধারণত বন্ধুদের সঙ্গে দোল সেলিব্রেট করতেন তিনি। হোলি পার্টিতে থাকা ছিল আবশ্যিক ব্যাপার। এবার স্বামীকে নিয়েই ওসব পার্টিতে যাচ্ছেন তিনি। তবে নিজের বাড়ির চারপাশে আড়াই ঘণ্টা ঘোরার সেই ঘটনার পর থেকে ভাঙ জাতীয় নেশাদ্রব্য থেকে দূরত্ব বজায় রেখেছেন টিভি সিরিয়ালের সুপরিচিত এই অভিনেত্রী।