পীর সাহেব চরমোনাইয়ের ভাষণ | ইসলামী আন্দোলন বাংলাদেশ

২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কারের শান্তিপূর্ণ ও যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর তৎকালীন আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ বাহিনী বর্বর হামলা চালায়। গুলিবর্ষণের মাধ্যমে নিরীহ শিক্ষার্থীদের নির্মমভাবে হত্যা করা হয়। এই নৃশংস ঘটনার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৮ জুলাই ২০২৪ ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। ১৮ জুলাই ২০২৪ বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত বিক্ষোভ সমাবেশে বায়তুল মোকাররম উত্তর গেইটে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গঅভিভাবক মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই ঐতিহাসিক প্রতিবাদী বক্তব্য দেন।