ইমরান-কনার গানচিত্র ‘কে কত দূরে’
সময়ের জনপ্রিয় দুই সংগীত তারকা ইমরান ও কনা। একসঙ্গে তাদের সফলতার সংখ্যাও কম নয়। সেই ধারাবাহিকতায় বৈশাখী উৎসবের উপহার হিসেবে আজ দুজন হাজির হলেন নতুন একটি গল্পনির্ভর গানচিত্র নিয়ে। নাম ‘কে কত দূরে’।সিএমভি’র ব্যানারে প্রকাশিত এই গানটি লিখেছেন মাহমুদ মানজুর। সুর-সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। আর গানটির ওপর ভিত্তি করে গল্পনির্ভর অসাধারণ একটি ভিডিও নির্মাণ করেছেন সৈকত […]