‘এক রাত কম্প্রোমাইজ করতে বলেছিলেন প্রযোজক’ : শ্রুতি মারাঠি
গুরুত্বপূর্ণ কোনও চরিত্রে অভিনয়ের সুযোগের বিনিময়ে অনৈতিক সুবিধা দেওয়ার প্রস্তাব নিয়ে হলিউড, বলিউড বা ঢালিউড সর্বত্রই সরগরম অবস্থা। বিষয়টি নিয়ে মুখ খোলা শুরু হয়েছে বেশ আগেই। সেই তালিকায় এবার নাম লেখালেন মারাঠি অভিনেত্রী শ্রুতি মারাঠি ।শ্রুতি মারাঠি নিজের টুইটার অ্যাকাউন্টে কাস্টিং কাউচ নিয়ে কথা বলেন তিনি। ওই পরিস্থিতিতে তার মনোভাব এবং প্রযোজক যে ধরনের আচরণ […]