বৈশাখে জোভান-টয়ার ‘ডিটেকটিভ লাভ’
বৈশাখে জোভান-টয়ার ‘ডিটেকটিভ লাভ’পহেলা বৈশাখ উপলক্ষ্যে আগামীকাল শনিবার (১৩ এপ্রিল) রাত ৯ টায় নাগরিক টিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘ডিটেকটিভ লাভ’। রণক ইকরামের রচনা ও মোহন আহমেদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, মুমতাহিনা টয়া, মনিরুল ইসলাস, ফয়সাল, আফরিন মীম, তুষার প্রমুখ।নাটকে জোভান অভিনয় করেছেন শখের গোয়েন্দার চরিত্রে। অন্যদিকে, নিজের পাতানো প্রেম ভাঙতে গোয়েন্দা […]