ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় ৭টি যুদ্ধজাহাজ নামিয়েছে ভারত
ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় ৭টি যুদ্ধজাহাজ নামিয়েছে ভারতঘূর্ণিঝড় ফণী-র মোকাবিলায় ৭টি যুদ্ধ জাহাজ নামাল ভারতীয় নৌবাহিনী। ঝড়ের গতিবিধি নজরে রাখবে এই যুদ্ধ জাহাজগুলি। ৪টি যুদ্ধজাহাজ থাকছে তামিলনাড়ু উপকূলে। বাকি ৩টি যুদ্ধজাহাজ ঝড়ের গতিবেগ নজরে রাখবে।আইএনএস দেগায় থাকছে ৭টি হেলিকপ্টার। যে কোনও পরিস্থিতিতে উড়ে যাবে এই হেলিকপ্টার। আইএনএস দেগায় থাকছে ডুবুরিও। থাকছে রাবারের নৌকা, মেডিক্যাল টিম। যুদ্ধজাহাজে […]