রজনীকান্ত-২.০ মুক্তির আগেই ৪৯০ কোটি
মুক্তির আগেই ছবির খরচ তুলে ফেলার পথে এগিয়ে গেছে রজনীকান্ত অভিনীত ছবি ‘২.০’। রজনীকান্তের ছবি বলে কথা—ঝাঁকুনি না দিয়ে ছাড়বে, তা হয়? দুদিন আগের খবর ছিল, ছবির অগ্রিম বুকিং থেকে পাওয়া গেছে ১২০ কোটি রুপি, যা তামিল সিনেমার জন্য রেকর্ড। আজ জানা গেল, বুকিংয়ের অর্থের সঙ্গে স্বত্ব বিক্রি করে মোট অর্থের অঙ্ক ছাড়িয়েছে ৪৯০ কোটি।২০১৮ […]