শানের নতুন গান ‘ঐ নীল দু’চোখ’

প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী শান। গান সৃষ্টিতেই বেশি আনন্দ পান তিনি। দিয়েছেন একাধিক জনপ্রিয় সব গান। ‘কন্যারে’ এবং ‘সখী’র ব্যপক সাফল্যের পর এবার ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে আবারো আসছে শান এর নতুন গান। শিরোনাম ‘ঐ নীল দু’চোখ’। তৌসিফ আহমেদের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন বব ভিভিয়ান। আর মিউজিক প্রেগ্রাামার হিসেবে ছিলেন অমিত চ্যাটার্জী।রোমান্টিক গল্পে […]