ইলিশ বাঁচাতে সাবার ‘উজান’

ইলিশ বাঁচাতে সাবার ‘উজান’ হ্যাশট্যাগ ‘সেভইলিশ-সেভআওয়ারপ্রাইড’ দিয়ে বেশ কিছু ভিডিও বার্তা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবখানে একই বার্তা—‘বছরের এই প্রথম দিন/সবাই মিলে শপথ নিন/সংযমী হয়ে এই দিন/ইলিশ পাব বহুদিন।’ খবর নিয়ে জানা গেল, এ উদ্যোগটি অভিনেত্রী সোহানা সাবার। তাঁর নিজের গড়া এনজিও ‘উজান’-এর পক্ষে জনসচেতনতা তৈরির অংশ হিসেবে এই ভিডিও করে বিভিন্নজনকে সেখানে যুক্ত করেছেন […]