সেলেনা গোমেজ বললেন এই শরীরের যে ঝড় গিয়েছে, অনেকেরই অজানা
মিউজিক আইকন সেলেনা গোমেজ । তরুণ প্রজন্মের হার্টথ্রব। অথচ কুড়ির কোঠাতেই শেষ হয়ে যেত তাঁর জীবন। ফিরে দেখা এক বন্ধুত্বের কাহিনি।গল্পটা হয়তো অনেকেরই জানা। ২০১৭ সালের ডিসেম্বরে বিলবোর্ড-এর ‘উওম্যান অফ দ্য ইয়ার’ পুরস্কার নেওয়ার সময়ে মঞ্চেই ভেঙে পড়েছিলেন আন্তর্জাতিক সঙ্গীতের সবচেয়ে উজ্জ্বল তারকাদের অন্যতম সেলেনা গোমেজ। এই সুন্দরীর প্রতিভায়, আবেদনে সারা পৃথিবীর তরুণ প্রজন্ম মুগ্ধ। […]