বছরে একটার বেশি না : অমৃতা খান
কিছুদিন আগে অভিনেতা রাশেদ মামুন অপু ‘জায়গা দিও’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করেন। ভিডিওতে মডেল হিসেবে কাজ করেন চলচ্চিত্রের অভিনেত্রী অমৃতা খান। আর গানটি সুর করার পাশাপাশি গেয়েছেন শাওন গানওয়ালা। মিউজিক্যাল ফিল্ম ঘরানার এ গানটি গত ৪ঠা এপ্রিল ধ্রুব মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।লুৎফর হাসানের কথায় এ গানের সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। এদিকে […]