আহনা কুমরাকে সবাই প্রিয়ঙ্কা গান্ধী বলেই ভুল করছেন
আহনা কুমরাকে সবাই প্রিয়ঙ্কা গান্ধী বলেই ভুল করছেনসম্প্রতি আহনা কুমরাকে সবাই প্রিয়ঙ্কা গান্ধী বলেই উল্লেখ করছেন। আসলে ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবিতে তিনি অভিনয় করেছেন এই চ্যালেঞ্জিং চরিত্রে। বিতর্ক তাঁর ছবিকে তাড়া করেছে বার বার। কখনও সেন্সর বোর্ডের কাঁচি, কখনও বা রাজনৈতিক দলের হুমকি। তাঁর ছবি যেন বিতর্কেরই জন্য তৈরি। এই বলিউড নায়িকার নাম আহনা কুমরা। […]