সরাসরি ফ্লাইট বাড়বে চীন-কানাডায়
ভ্রমণ ও বাণিজ্যের চাহিদা মেটাতে সরাসরি ফ্লাইট বাড়াবে চীন ও কানাডা। বুধবার সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএএসি) জানিয়েছে এ তথ্য।সিএএসি’র তথ্যানুসারে, এয়ার কানাডা ৭ ডিসেম্বর থেকে শুরু করে ভ্যাঙ্কুভার থেকে শাংহাই পর্যন্ত সাপ্তাহিক রাউন্ড-ট্রিপ ফ্লাইটের ফ্রিকোয়েন্সি চার থেকে সাতটি করার পরিকল্পনা নিয়েছে।এয়ারলাইনটি আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে ভ্যাঙ্কুভার থেকে বেইজিং পর্যন্ত রুটের কার্যক্রম পুনরায় […]